রাজধানীর বংশালের নাজিমুদ্দিন রোডে আসবাবপত্রের দোকানে আগুন লেগে একজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। রোববার দিবাগত রাত ৪টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটি প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নির্বাপন করে। 

আজ সোমবার সকালে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার দিবাগত রাত আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে সাততলা ভবনের নিচ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন করে।

তিনি আরও বলেন, ভবন থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১২ জনকে ফায়ার সার্ভিস প্রাথমিক চিকিৎসা দেন। বাকি ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.

ফারুক বলেন, এ ঘটনায় আমিন উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: আগ ন ন হত

এছাড়াও পড়ুন:

সাংবাদিক রবিনের শাশুড়ির ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, বেসরকারী টিভি চ্যানেল এনটিভি’র জেলা প্রতিনিধি ও জাতীয়পত্রিকাদৈনিক মানব জমিন’র স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিনের শাশুড়ী রাজিয়া সুবেদার (৭৫) আজসকাল ৯ ঘটিকায় রাজধানীর মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমার নামাজে জানাজা আজ বাদ আসরসিদ্ধিরগঞ্জের (নারায়ণগঞ্জ)আদমজী সোনামিয়া বাজার বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে পরিবারে ২ ছেলে, ৩ মেয়ে ও আত্নীয়স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গিয়েছেন।

বিল্লাল হোসেন রবিনের শাশুড়ীরমৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।
 

সম্পর্কিত নিবন্ধ