শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের। এ সিনেমার মাধ্যমে বাংলাদেশি দর্শকের কাছে পরিচিতি পান তিনি। এরপর টালিউডেও সাফল্য পেয়েছেন ইধিকা। ঈদুল ফিতরে মেহেদী হাসান পরিচালিত ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে আবারও শাকিবের বিপরীতে সুযোগ পান তিনি। ঈদের সপ্তম দিনেও সিনেমাটি দর্শকের পছন্দের শীর্ষে। পরপর দুই সিনেমায় শাকিবের মতো বড় তারকার সঙ্গে সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন পশ্চিমবঙ্গের এ অভিনেত্রী। রোববার এক ভিডিও বার্তায় শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে এপারের দর্শকের ভালোবাসার কথা তুলে ধরেছেন ইধিকা।
‘আমার মনে হয়, ওনার মাঝে অনেকগুলো গুণই আছে যা মানুষকে মুগ্ধ করতে পারে। আমার কাছে মনে হয়, শুধু মুগ্ধ না, মানুষকে অনুপ্রাণিত করতে পারে। যেটা তাঁর কাছ থেকে শেখার চেষ্টা করি।
ইধিকা পাল ও শাকিব খান। ফেসবুক থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রেজা রিপনের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র শোক
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক পৌরপিতা আলী আহাম্মদ চুনকা’র বড় ছেলে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন আজ সকাল সাড়ে আটটায় (সোমবার) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর চেয়ারম্যানবাড়ী সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে (মাসদাইর) মরহুমের দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে এবং আত্নীয়স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গিয়েছেন।
আহাম্মদ আলী রেজা রিপনের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’রসভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক একেএম মাহফুজুর রহমান গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন। মহান রাব্বুল আলামীনের কাছে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও জান্নাতের উঁচু মাকাম দান করার প্রার্থনাও করেছেন।