এসএসসি পরীক্ষা ২০২৫: একনজরে নম্বর বণ্টন ও সময় বিভাজন
Published: 7th, April 2025 GMT
দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার নম্বর বণ্টন ও সময় বিভাজন করা হয়েছে। এটি নির্ধারণ ও ঘোষণা করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ২০২৫ সালের প্রত্যেক এসএসসি পরীক্ষার্থীকে অবশ্যই এই নম্বর বণ্টন ও সময় বিভাজনটি জেনে রাখা ও মেনে চলা দরকার।
বহুনির্বাচনী ও সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে
৩০ নম্বরের বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
আরও পড়ুনঈদের ছুটিতে এসএসসি পরীক্ষার্থীরা যা যা করতে পারে২৮ মার্চ ২০২৫ব্যবহারিক বিষয়সংবলিত পরীক্ষার ক্ষেত্রে
ব্যবহারিক বিষয়সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনী অংশের জন্য ২৫ মিনিট বরাদ্দ থাকবে এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট বরাদ্দ থাকবে।
যে ৯টি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা আছে
পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), রসায়ন (তত্ত্বীয়), জীববিজ্ঞান (তত্ত্বীয়), উচ্চতর গণিত (তত্ত্বীয়), গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষিশিক্ষা (তত্ত্বীয়), সংগীত (তত্ত্বীয়), শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়)।
MCQ ও CQ–এর মাঝে বিরতি
পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। অর্থাৎ, MCQ ও CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
আরও পড়ুনইংরেজি ১ম পত্রে বেশি নম্বর কীভাবে পাবে ২৬ মার্চ ২০২৫সকালের পরীক্ষাক। সকাল ১০: ০০টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে-
১.
২. সকাল ১০: ০০টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ;
৩. সকাল ১০: ৩০ মিনিট সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ ও বহুনির্বাচনী উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ (২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০: ২৫ মিনিট)।
বিকেলের পরীক্ষাখ। বেলা ২: ০০টা থেকে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে-
১. বেলা ০১: ৩০ মিনিট অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী OMR শিট বিতরণ;
২. বেলা ০২: ০০টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ;
৩. বেলা ০২: ৩০ মিনিট সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ ও বহুনির্বাচনী উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ (২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় ০২: ২৫ মিনিট)।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ত পর ক ষ র ক ষ ত র স জনশ ল প তত ত ব য় ৩০ ম ন ট
এছাড়াও পড়ুন:
এসএসসি পরীক্ষায় বসা হলো না সাকিবের
নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাকিব মিয়া (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত সাকিব উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর পূর্বপাড়ার মুসা মিয়ার ছেলে। সে লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সনের এসএসসি পরীক্ষার্থী ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাত ভাই বাদল মিয়া।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তারা হলেন- একই উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া গ্রামের রেনু লস্করের ছেলে মাসুম লস্কর (২০) ও মানিকদী দড়িপাড়া গ্রামের শওকত আলীর ছেলে সাব্বির হোসেন (২৪)। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানিয়েছে, গতকাল রোববার রাত ৮টার দিকে মাসুম লস্কর ও সাকিব মিয়া মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল তারা। একপর্যায়ে মানিকদী দড়িপাড়া মসজিদের সামনে সাব্বির নামে এক পথচারীকে চাপা দিলে নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেলটি। এ সময় তারা ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন দৌড়ে এসে আহত তিনজনকে শিবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সাকিবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত অপর দুইজনের অবস্থা জটিল দেখে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর জন্য এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।