ঢাকা প্রিমিয়ার লিগে আছে তিনটি ম্যাচ। আইপিএল, ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগায় আছে একটি করে ম্যাচ।ঢাকা প্রিমিয়ার লিগ

গাজী গ্রুপ–রূপগঞ্জ টাইগার্স
সকাল ৯টা, টি স্পোর্টস

ব্রাদার্স ইউনিয়ন–অগ্রণী ব্যাংক
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

লিজেন্ডস অব রূপগঞ্জ–পারটেক্স
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

আইপিএল

মুম্বাই ইন্ডিয়ানস–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

ইংলিশ প্রিমিয়ার লিগ

লেস্টার সিটি–নিউক্যাসল
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

লেগানেস–ওসাসুনা
রাত ১টা, স্পোর্টজেডএক্স অ্যাপ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স প র টস

এছাড়াও পড়ুন:

ফাইনালের আগে রিয়ালের শঙ্কা সাম্প্রতিক ফর্ম

যে কোন পর্যায়ের ফুটবলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচ মানেই উত্তাপ, মহারণ বা ক্লাসিক ধ্রুপদি। ম্যাচের আগেই মাঠের বাইরে শুরু হয়ে যায় এই রোমাঞ্চকর লড়াইয়ের উত্তেজনা। শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে কোপা দেল রে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। তবে এবারের উত্তাপ যেন স্মরণকালের সবচেয়ে বেশি। যার মূলে এই ম্যাচ পরিচালনাকারী রেফারি!

এই মৌসুমে দুই দল তৃতীয়বারের মতো একে ওপরের মুখোমুখি হতে যাচ্ছে। যেখানে রিয়াল মাদ্রিদ আগের দুই ম্যাচেই লজ্জাজনকভাবে হেরেছে। লা লিগায় ঘরের মাঠে ৪-০ গোলে এবং সৌদি আরবে সুপারকোপার ফাইনালে ৫-২ ব্যবধানে পরাজিত হয় লস ব্ল্যাঙ্কসরা। দুই দল আরও একবার মুখোমুখি হবে দুই সপ্তাহের মধ্যে, সম্ভাব্য লা লিগা শিরোপা নির্ধারক ম্যাচে।

রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ৫-১ এগ্রিগেটে হেরেছে। তবে তারা লা লিগায় শেষ তিনটি ম্যাচেই জয় পেয়েছে। তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে এসব জয় এসেছে কঠিন পরিশ্রমের মাধ্যমে। সবগুলো ম্যাচেই মাত্র এক গোলের ব্যবধানে জয় পেয়েছে তারা। যদিও দুটি ম্যাচে আথলেটিক বিলবাও ও গেটাফের বিপক্ষে রিয়ালের কিছুটা উন্নতি চোখে পড়েছে।

আরো পড়ুন:

‘এল ক্লাসিকো’র আগে রিয়ালের মুখোমুখি রেফারি

এমবাপ্পের লাল কার্ড, এক ম্যাচের জন্য নিষিদ্ধ

বার্সেলোনা তাদের স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কিকে চোটের কারণে হারালেও, হানসি ফ্লিকের দলে খুব একটা প্রভাব পড়েনি। ২০২৫ সালে তারা কেবল ডর্টমুন্ডের বিপক্ষে হেরেছে। যদিও তারা দুই লেগ মিলিয়ে সেই দ্বৈরথ জিতেছে। তাদের শেষ তিনটি জয়ও রিয়াল মাদ্রিদের মতোই। সবগুলোতেই মাত্র এক গোলের ব্যবধান। সেল্টা ভিগোর বিপক্ষে ৪-৩ ব্যবধানে এবং লেগানেস ও মায়োর্কার বিপক্ষে ১-০ গোলে।

রিয়াল তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না ফাইনালে। এদের মধ্যে এদের মিলিশাও এবং দানি কারভাহাল পুরো মৌসুম ধরেই চোটের কারণে স্কোয়াডের বাইরে।  সম্প্রতি এদুয়ার্দো কামাভিঙ্গাও চোট পেয়েছেন। এই ফরাসি মিডফিল্ডারও ২০২৫-২৬ মৌসুমের আগে মাঠে ফিরতে পারবেন না। তবে কিছুটা স্বস্তির বিষয় হলো, ফেরলান মঁদি, ডভিড আলাবা এবং কিলিয়ান এমবাপ্পে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

গত কয়েক সপ্তাহে বার্সাতেও বেশ কিছু চোট সমস্যা আছে। মার্ক বার্নাল পুরো মৌসুমেই মাঠের বাইরে। অন্যদিকে মার্ক কাসাদোও সম্প্রতি মৌসুম শেষ করে দেওয়া চোটে আক্রান্ত হয়েছেন। লেভানডোভস্কি ও আলেহান্দ্রো বালদেও এই ম্যাচে খেলবেন না। তবে মার্ক আন্দ্রে টের স্টেগেন দীর্ঘদিনের এসিএলের চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন।

রিয়াল মাদ্রিদ পুরো মৌসুমজুড়েই সংগ্রাম করেছে, বিশেষ করে বার্সেলোনার বিপক্ষে। তবে, লস ব্ল্যাঙ্কসরা সাধারণত ফাইনাল ম্যাচে ভালো পারফর্ম করে। যদিও তারা শেষ ফাইনালে বার্সেলোনার কাছে হেরেছিল।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • সহজ হলো হজ রোমিং সুবিধা
  • পরিবেশ নিয়ে যাঁরা কাজ করতে চান, তাঁদের জন্য সুযোগ
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমবিএ সুযোগ, বাংলা মাধ্যমে
  • ডেসকোর ৯ মাসে লোকসান কমেছে ৭০.৯২ শতাংশ
  • পুলিশের সাব-ইন্সপেক্টর পদের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ৫৯৯
  • সিঙ্গারের প্রথম প্রান্তিকে বড় লোকসান
  • প্রাইম ব্যাংকের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৫৯.৪৮ শতাংশ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা, পানি ও পরিবেশে প্রফেশনাল মাস্টার্স, প্রয়োজন সিজিপিএ ২
  • গ্রামীণফোনের প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৫২.৬৭ শতাংশ
  • ফাইনালের আগে রিয়ালের শঙ্কা সাম্প্রতিক ফর্ম