ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।  

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংহতি প্রকাশ করে আগামীকাল সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। আগামীকালকের স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এদিকে বিশ্বব্যাপী আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে দুপুর থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

সন্ধ্যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক বিভাগ থেকে ক্লাস বর্জন করে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইসলামিক স্টাডিজ, যোগাযোগ বৈকল্য, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, মনোবিজ্ঞান, আরবি, সমাজবিজ্ঞান, আইন, রাষ্ট্রবিজ্ঞান, ফিন্যান্স, চারুকলা অনুষদসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট রয়েছে।

এদিকে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের আগ্রাসন ও ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এরপর তারা ফিলিস্তিনের শহীদদের জন্য গায়েবানা জানাজা আদায় করেন। মিছিল থেকে ইসরায়েল নিপাত যাওয়ার স্লোগান দেন তারা।

আগামীকাল বিকেল ৪ টায় ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীনতার দাবিতে সমাবেশ আহ্বান করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিকেল ৪টায় সংহতি এবং বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গণহত য পর ক ষ

এছাড়াও পড়ুন:

ফিলিস্তিনে গণহত্যা: যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাসে স্মারকলিপি দিল জ

গাজায় ইসরায়েলি গণহত্যা, যুদ্ধ বন্ধের সমর্থনে যুক্তরাষ্ট্র, সৌদি দূতাবাস ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি শেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক বিলাল হোসাইনের নেতৃত্বে এ স্মারকলিপি দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ নুরুল্লাহ্, অধ্যাপক আবু লায়েক, তারেক বিন আতিক, জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম, শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা, মুখপাত্র নওশীন নাওয়ার জয়া, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তাওহীদ হোসেন প্রমুখ।

স্মারকলিপি প্রদান শেষে অধ্যাপক বিলাল হোসেন বলেন, “জবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী প্রতিনিধিরা গাজায় ইসরায়েলী বাহিনী কর্তৃক গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ চারটি দাবি দিয়ে যুক্তরাষ্ট্র এবং সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান করা হয়েছে।”

তিনি বলেন, “এছাড়া বাংলাদেশি পাসপোর্টে একসেপ্ট ইজরায়েল পুনঃপ্রতিষ্ঠাসহ সাতটি দাবি সম্বলিত একটি স্মারকলিপি আমরা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বরাবর জমা দিয়েছি। আশা করি, বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে দেওয়া স্মারকলিপির দাবিগুলো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শাখা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, “ইসরায়েল আবারো গাজায় নিষ্ঠুর বর্বরতা চালাচ্ছে। শিশু মারা যাচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে, ধ্বংস হচ্ছে হাসপাতাল, স্কুল এবং মসজিদ। মানবতা আজ গাজার সঙ্গে কাঁদছে। আমাদের শোক, ক্ষোভ ও প্রতিবাদের ভাষাও যেন নিঃশেষ হয়ে গেছে।”

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন দাবি
  • ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ 
  • গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাসদের বিক্ষোভ
  • ইসলামী আন্দোলনকে বাইপাস করে সংসদে যাওয়ার সুযোগ নেই: চরমোনাই পীর
  • গাজায় গণহত‌্যা: জিএম কা‌দে‌রের নেতৃ‌ত্বে রাজধানী‌তে বি‌ক্ষোভ
  • ‘ইসরায়েলের পণ্য বর্জনের জিহাদ শুরু করতে হবে’
  • জুলাই হত্যাযজ্ঞকে ‘জেনোসাইড’ বলা কেন বিভ্রান্তিকর
  • ট্রাইব্যুনালে ৩৩৯ অভিযোগ, ২২ মামলায় গ্রেপ্তার ৫৪
  • গাজায় গণহত্যার প্রতিবাদ সমাবেশে এসে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু
  • ফিলিস্তিনে গণহত্যা: যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাসে স্মারকলিপি দিল জ