Samakal:
2025-04-27@23:33:51 GMT

বিসিএস প্রিলিমিনারি

Published: 6th, April 2025 GMT

বিসিএস প্রিলিমিনারি

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করতে চাইলে বেশ কিছু বিষয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে। জাতিসংঘ প্রতিষ্ঠার ইতিহাস, পরিচিতি, বিভিন্ন পরিষদ, মহাসচিব, শান্তিরক্ষা মিশন, বিশেষায়িত সংস্থা, বাংলাদেশ ও জাতিসংঘ, এলডিসি, এসডিজিসহ অন্য তথ্যগুলো শিখে নিতে হবে। আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কেও বিস্তারিত জানতে হবে। যেমন– বিশ্বব্যাংক, আইএমএফ ও বিশ্ব বাণিজ্য সংস্থা। রাজনৈতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, আসিয়ান, বিমসটেক, ব্রিকস, ওআইসি, কমনওয়েলথ, ন্যাম, আরব লিগ, অ্যামনেস্টি, জিসিসি, জি-২০, জি-৭ এবং ওপেক খুব গুরুত্বপূর্ণ। এসব সংস্থার প্রতিষ্ঠাকাল, সদরদপ্তর, মহাসচিব, সদস্য সংখ্যা, সর্বশেষ সম্মেলন এবং আলোচিত অন্য তথ্যগুলো জানতে হবে।
আন্তর্জাতিক বিষয়াবলির টপিকস ভিত্তিক  সাজেশন: 
l    ভারত, চীন, জাপান, মিয়ানমার, ইসরায়েল খুব গুরুত্বপূর্ণ। এ ছাড়া নেপাল, আফগানিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ইরান, ইরাক, তুরস্ক ভালো করে পড়তে হবে।
l    ইউরোপ মহাদেশ থেকে রাশিয়া, ইউক্রেন, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র কী কী, তাদের রাজধানী জানতে হবে।
l    আফ্রিকা মহাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা, মিসর খুব গুরুত্বপূর্ণ। এ ছাড়া আফ্রিকার শিং, আরব বসন্ত পড়তে হবে।
l    উত্তর আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা, অঙ্গরাজ্য, বিভিন্ন প্রেসিডেন্টের অবদান, হোয়াইট হাউস, আইনসভা ভালো করে পড়তে হবে। 
l    সংগঠনগুলো খুব গুরুত্বপূর্ণ। জাতিসংঘ  থেকে গঠনের প্রেক্ষাপট, সদরদপ্তর, মূল অঙ্গসংগঠন, শান্তিরক্ষী বাহিনী, জাতিসংঘ ও বাংলাদেশ ভালো করে পড়তে হবে। জাতিসংঘভুক্ত বিভিন্ন সংস্থার সদরদপ্তর খুব গুরুত্বপূর্ণ।
l    এ ছাড়া সংগঠনগুলোর মধ্যে ব্রিকস, জি-২০, সার্কের বিস্তারিত, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক গ্রুপ, ন্যাম, কমনওয়েলথ, আরব লিগ, সিরডাপ, বিমসটেক, ওআইসি, আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি, রোটারি ইন্টারন্যাশনাল, অক্সফাম ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভালো করে পড়তে হবে।
l    পরিবশেগত বিষয় থেকে গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস গ্যাস,  জলবায়ু পরিবর্তন, বায়ুর উপাদান, বায়ুমণ্ডলের স্তর, পরিবেশবাদী সংগঠন, কিয়োটা প্রটোকল, মন্ট্রিল প্রটোকল, কপ সম্মেলন। 
এ ছাড়া আন্তর্জাতিক দিবস, বিভিন্ন ধরনের চুক্তি ও যুদ্ধ এবং সাম্প্রতিক বিশ্ব জানতে হবে (খেলাধুলা, সূচক, নোবেল, সম্মেলন, সদস্যসংখ্যা)।
এ ছাড়া আন্তর্জাতিক দিবস, বিভিন্ন ধরনের চুক্তি ও যুদ্ধ এবং সাম্প্রতিক বিশ্ব জানতে হবে (খেলাধুলা, সূচক, নোবেল, সম্মেলন, সদস্য সংখ্যা)। v

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব স এস

এছাড়াও পড়ুন:

সমকালে সংবাদ প্রকাশের পর লম্বাশিয়া পাহাড়ে বালু উত্তোলন বন্ধ করল প্রশাসন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সংরক্ষিত বনাঞ্চলের লম্বাশিয়া পাহাড় ধ্বংস করছে স্থানীয় প্রভাবশালী মহল। লম্বাশিয়া পাহাড়টি বালু প্রকৃতির, যার ফলে এ পাহাড় ঘেঁষে যাওয়া সাতগরিয়া ছড়ার পানির পথ পরিবর্তন করে দেয় বালুখেকোরা। আস্তে আস্তে ভেঙে পড়ে পাহাড়। শ্যালো মেশিন দিয়ে উত্তোলন করা হয় বালু। এভাবেই চলছে দেড় যুগ ধরে। 

এ ছড়ায় শ্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলনের কারণে এক কিলোমিটারজুড়ে পাহাড়ের ক্ষতচিহ্ন দেখা গেছে। রোববার দৈনিক সমকালে ‘লম্বাশিয়া পাহাড়ে ধ্বংসযজ্ঞ চলছেই’ শিরোনাম সংবাদ প্রকাশ হয়। এ সংবাদ প্রকাশের এক দিন পর রোববার দুপুরে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে উত্তোলিত বালুর ঢিবি নষ্ট করে দেওয়া হয়। বালু উত্তোলনের জন্য ব্যবহৃত অবৈধভাবে মজুদ করা পানি কেটে বের করে দেওয়া হয়েছে। এছাড়া বালু পরিবহনের কাজে ব্যবহৃত রাস্তা কেটে গর্ত তৈরি করে দেওয়া হয়, রাস্তার মাঝে পিলার পুঁতে কাঁটা তারের বেড়া দেওয়া হয়। 

লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল ও সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সঙ্গে ছিলেন চুনতির রেঞ্জ অফিসার মো. আবীর হাসান, সাতগড় বিটের বিট অফিসার মহসিন আলী ইমরানসহ থানা পুলিশ ও বনবিভাগের সদস্যরা।

২০২৩ সলের ২৪ ডিসেম্বর দৈনিক সমকালে ‘অবৈধ বালু উত্তোলন চলছেই, কিলোমিটার জুড়ে ক্ষতচিহৃ’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ প্রকাশের পরও বনবিভাগ ও প্রশাসন রাস্তায় কাঁটাতারের বেড়া দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দেয়। তখনই বন্ধ হয়ে যায় অবৈধ বালু উত্তোলন। কিন্তু ৫ আগস্টের পর আরেক দল দূর্বৃত্ত কাঁটাতার তুলে আবারও অবৈধ বালু উত্তোলন করে। 

 

 

সম্পর্কিত নিবন্ধ