দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘টেক্সবিজ ২০২৫’।
বুটেক্স বিজনেস ক্লাবের আয়োজনে ব্যবসায় সমস্যার সমাধান বের করা নিয়ে এ প্রতিযোগিতাটিতে অংশ নিতে পারবে দেশের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজের স্নাতক পর্যায়ের সব বিভাগের শিক্ষার্থী। প্রতিযোগিতাটিতে অংশ নিতে প্রতি দলে ২ থেকে ৪ জন নিয়ে দল গঠন করতে হবে এবং প্রতি দলে কমপক্ষে একজন নারী সদস্য থাকতে হবে। তাছাড়া ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একসঙ্গে দল গঠন করতে পারবে।
এবার প্রতিযোগিতা চারটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে প্রতিটি দলকে একটি ব্যবসাসংক্রান্ত কেস দেওয়া হবে, যা প্রতিযোগীরা সমাধান করে অনলাইনে জমা দেবে। বিচারকদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে সেরা দলগুলোকে পরবর্তী পর্বে সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় ধাপে নির্বাচিত দলগুলোকে একটি নির্দিষ্ট ব্যবসায়িক সমস্যা নিয়ে সংক্ষিপ্ত ভিডিও কনটেন্ট তৈরি করতে হবে। তৃতীয় ধাপে একটি নতুন বিজনেস কেস দেওয়া হবে, যার সমাধান বিশ্লেষণ করে বিচারকদের সামনে উপস্থাপন করতে হবে। চূড়ান্ত ধাপে পূর্ববর্তী কেস-এর বর্ধিত সংস্করণ সমাধান করে তা উপস্থাপন করতে হবে।
চূড়ান্ত পর্ব আয়োজন হবে ২৩ মে। যেখানে সেরা দলগুলোকে পুরস্কৃত করা হবে। এবার চ্যাম্পিয়ন দল পাবে ৪০ হাজার টাকা পুরস্কার। প্রথম রানার আপ পাবে ২৫ হাজার টাকা এবং দ্বিতীয় রানার আপ পাবে ১৫ হাজার টাকা।
এবারের আয়োজন নিয়ে বুটেক্স বিজনেস ক্লাবের সভাপতি আনান সরকার ফিজা বলেন, বুটেক্স বিজনেস ক্লাব সবসময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে। টেক্সবিজ-এর এবারের সংস্করণও তার ব্যতিক্রম নয়। আমরা এমন একটি ইভেন্ট পরিকল্পনা করেছি, যেখানে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি উদ্ভাবনী চিন্তাভাবনার বিকাশ ঘটাতে পারবে।
এ ছাড়া সাধারণ সম্পাদক সোহানুর রহমান বলেন, আমাদের প্রত্যাশা, এই আয়োজন শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তারা অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রমাণের পাশাপাশি বাস্তবিক চ্যালেঞ্জ মোকাবিলা করার অভিজ্ঞতা অর্জন করবে।
রেজিস্ট্রেশন করতে হবে ১৮ এপ্রিলের মধ্যে। রেজিস্ট্রেশন লিংক—www.

butexbc.org/registration
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব জন স ক

এছাড়াও পড়ুন:

রেকর্ড হয়েছে, জানতেনই না পারভেজ

সব সংস্করণ মিলিয়েই বাংলাদেশের সবচেয়ে দ্রুততম ফিফটি এখন পারভেজ হোসেনের। কাল বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে আবাহনীর হয়ে খেলতে নেমে ১৫ বলে ফিফটি করেছেন তিনি। শুধু লিস্ট ‘এ’ নয়, ঢাকা প্রিমিয়ার লিগ টি–টোয়েন্টিতেও বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ফিফটি এখন পারভেজের।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে এর আগে দ্রুততম ফিফটি ছিল শুভাগত হোমের, ২০১৯ সালে শাইনপুকুরের হয়ে মোহামেডানের বিপক্ষে যিনি ফিফটি করেছিলেন ১৬ বলে।
এমন একটি রেকর্ডের কথা ব্যাটিংয়ের সময় নাকি জানতেনই না পারভেজ। মুঠোফোনে প্রথম আলোকে পারভেজ আজ বলছিলেন, ‘আমি আসলে পরে শুনেছি। যখন ব্যাটিং করেছি, তখন জানতামই না।’

আরও পড়ুন২৫ বছর আগের ক্রিকেট–কাঁপানো সেই কেলেঙ্কারি২ ঘণ্টা আগে

৪ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে ১০ উইকেটের জয় এনে দিয়েছেন পারভেজ। তবে সব ছাপিয়ে গেছে তাঁর রেকর্ড। এমন এক কীর্তি গড়তে পেরে অনুভূতি কেমন? পারভেজের উত্তর, ‘এ রকম কোনো কিছু হলে তো সবারই ভালো লাগে। আমারও একই। তবে আমার রেকর্ড খুব একটা দেখার অভ্যাস নেই।’

১৫ বলে ফিফটি করেছেন পারভেজ

সম্পর্কিত নিবন্ধ