হুট করেই পানি ঢুকে যেতে পারে ডিভাইসে। মুহূর্তেই যেন আনন্দে ভাটা। যদি নিজের হাতের স্মার্টফোন ভিজে যায় বা পানিতে পড়ে যায়, সে ক্ষেত্রে বড় ঝামেলায় পড়তে হবে। টাকাও খরচ হতে পারে। তবে বড় ঝামেলার আগে নিজের বুদ্ধিতে কিছু পদক্ষেপ তো নেওয়াই যায়। নির্ধারিত কয়েকটি নিয়ম মানলে ভেজা ফোনও হতে পারে সচল। কীভাবে তা জানা প্রয়োজন।
কী করবেন
প্রথমত, যে কোনো ডিভাইস ভিজে গেলে তাৎক্ষণিক তা বন্ধ করে দিতে হবে। ফলে শর্টসার্কিটের ঝুঁকি কমে যাবে।
দ্বিতীয়ত, ফোনের কাভার, সিমকার্ড ও মেমোরি কার্ড খুলে দ্রুত তা শুকিয়ে নিতে হবে।
ভিজে যাওয়া ডিভাইসটি পরিষ্কার ও শুকনা কাপড় দিয়ে আলতো করে মুছে ফেলতে হবে। এতে ভেতরে জমে থাকা পানি মুছে যাবে। যদি ভ্যাকুয়াম ক্লিনার থাকে, তাহলে তা দিয়ে ফোন থেকে পানি শুকিয়ে নেওয়া ভালো। অনেকে ভুল করে হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। ভুলেও কাজটি করা যাবে না। কারণ, গরম হাওয়ায় ফোনের সব সার্কিট ক্ষতিগ্রস্ত হতে পারে।
ভিজে যাওয়া ডিভাইসটি অপেক্ষাকৃত শুকনা আবহে প্রয়োজনে কয়েক ঘণ্টা রাখতে হবে, যেন ভেতরের পানি পুরোপুরি শুকিয়ে যায়। ডিভাইস শুকিয়ে গেলে ফোনটি প্রথমে চালু করতে হবে। যদি এতে ভিজে যাওয়া ডিভাইস সচল না হয়, তাহলে দ্রুত সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। যদি ডিভাইসের স্পিকার অংশের ফুটোতে পানি ঢুকে যায়, তাহলে কটন বাড দিয়ে তাৎক্ষণিক তা পরিষ্কার করে নেওয়াই শ্রেয়। যদি ডিভাইস একেবারে সুইমিংপুল বা পানির ভেতরে পুরোপুরি ডুবে যায়, তাহলে সময়ক্ষেপণ না করে দ্রুত পরিষেবা কেন্দ্রে নিয়ে যেতে হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আর্সেনালে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ, ডেকলান রাইসের ইতিহাস
আর্সেনাল ৩:০ রিয়াল মাদ্রিদ
বল জালে জড়াতেই উল্লসিত ডেকলান রাইস দৌড় দিলেন দর্শকের দিকে, পেছন পেছন ছুটলেন আর্সেনাল-সতীর্থরাও। কিন্তু ক্ষণিকের জন্য জায়গায় থমকে থাকলেন মার্টিন ওডেগার্ড। চোখ গোলপোস্টে, দুই হাত মাথার ওপর আর চেহারায় অবিশ্বাসের চিহ্ন। এই মাত্র কী ঘটে গেছে ঠিক যেন বুঝে উঠতে পারছেন না আর্সেনাল অধিনায়ক।
আজ এমিরেটস স্টেডিয়ামে রাইস আর আর্সেনাল যা করেছে, তাতে এমন হতভম্ব দশা রিয়াল মাদ্রিদেরই। উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সরাসরি ফ্রিকিকে দুটি গোল করে চ্যাম্পিয়নস লিগে নতুন ইতিহাস গড়েছেন রাইস।
বিস্তারিত আসছে।