ঢাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ চারজন গ্রেপ্তার: পুলিশ
Published: 6th, April 2025 GMT
রাজধানীর কদমতলী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে কদমতলী থানা–পুলিশ। রোববার কদমতলীর মুরাদপুর ক্যাপ্টেন মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজু মল্লিক ওরফে বাধা রাজু (৩৩), মো. অন্তর (২৫), মিজানুর শেখ (৩৫) ও মো. মহসিন (৩৩)। এ সময় তাঁদের কাছ থেকে একটি দা, দুটি সুইচ গিয়ার ও একটি রড উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
কদমতলী থানা সূত্রে জানা যায়, কদমতলী থানার মুরাদপুর ক্যাপ্টেন মাঠের ভেতরে কয়েকজন দুষ্কতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা কয়েকজন দৌড়ে পালিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করতে তাঁরা দেশি অস্ত্রসহ ওই এলাকায় একত্র হয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিরাজগঞ্জে ২ পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ৪
সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার (৬ এপ্রিল) বিকেলে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জে সেনাবাহিনীর ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির।
স্থানীয় সূত্র জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার (৫ এপ্রিল) বাহিরগোলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ইট নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন আহত হন। আজও দুই পক্ষ সংঘর্ষে জাড়ায়। এতে তিনজন আহত হন।
খবর পেয়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তাওহীরের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ,র্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে তাদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। যৌথবাহিনীর অভিযানের পর বাহিরগোলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরো পড়ুন:
শরিয়তপুরে ককটেল বিস্ফোরণ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
জলাশয় ইজারার বিরোধ নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত
সিরাজগঞ্জে সেনাবাহিনীর ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, “সিরাজগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দিনরাত কাজ করে যাচ্ছে।”
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, “শহরের বাহিরগোলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় যৌথবাহিনী চারজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগের পর মামলা দায়েরসহ আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।”
ঢাকা/অদিত্য/মাসুদ