নারায়ণগঞ্জের বন্দরে রনি নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রনি (৩০) বন্দরের ১নং মাধবপাশা এলাকার ছলিমউদ্দিন ওরফে ছৈল্লার ছেলে। তার বিরুদ্ধে মাদক কারবারি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসবের জের ধরেই এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রনির চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। কিছু দিন সে পুলিশের সোর্স হিসেবেও কাজ করে। তাকে গ্রেপ্তারের দাবিতে সম্প্রতি মাধবপাশা, সেনপাড়াসহ আশপাশের ৫ গ্রামের মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এরপর গা-ঢাকা দেয় রনি।

রোববার এলাকায় ফিরে এসে মাসুদ মিয়ার ছেলে রাসেলকে মারধর করে রনি। এর জের ধরে বিকেল সাড়ে ৫টার দিকে মাধবপাশার হাজী নূর বক্স রোডে রনিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় রনিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য ম ধবপ শ

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারে জমিয়তে উলামায়ে ইসলামের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আড়াইহাজারে জমিয়তে উলামায়ে ইসলাম ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার  দুপুরে উপজেলা অডিটরিয়ামে এর আয়োজন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মাসরুর আহমেদ এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাক মওলানা গিয়াসউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ন মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতী মনির হুসাইন কাসেমী।  যুগ্ন মহাসচিব মাওলানা তাফাজ্জুর হক্ব আজিজ ও যুগ্ন মহাসচিব মাও. আব্দুল মালিক চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান প্রমুখ।

এতে ইউনিয়ন প্রতিনিধিদের  মধ্যে বক্তব্য রাখেন  মাওলানা আনিসুর রহমান,  মাওলানা মুস্তফা, মাওলানা সাদিকুর রহমান,মাওলানা জিয়াউদ্দিন,ফজলুল হক হামিদী, মুফতী মনজুরুল ইসলাম, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা হুমায়ুন আহমেদ, মাওলানা ফারুক আহমেদ ও উপজেলা ছাত্র জমিয়ত এর সভাপতি মুহাম্মদ উসামা বিন হানিফ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সাংবাদিক রবিনের শাশুড়ির ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
  • সম্প্রীতির মাধ্যমে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে : ডিসি জাহিদুল
  • ‘শেখ হাসিনার প্রিয় গডফাদার ছিলেন শামীম ওসমান’
  • বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রুবেলের পাশে ডিসি জাহিদুল
  • নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও নৌ-ভ্রমণ
  • কোকোর শ্বাশুড়ির মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের শোক 
  • নারায়ণগঞ্জে রিভালবারসহ কিশোর গ্রেপ্তার
  • বেড়ানো শেষ করে বাড়ি ফেরা হলো না শিশুটির
  • আড়াইহাজারে জমিয়তে উলামায়ে ইসলামের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত