আমার কর্মক্ষেত্রের পাশে কিছু দিন ধরে এক রাখালকে দেখছি এক পাল মহিষ দেখভাল করছেন। কৌতূহল নিয়ে এগিয়ে গেলাম। আলাপচারিতায় জানলাম, তাঁর বয়স ৫০ বছর, নাম মো. হেলাল। ছোট ১৪ এবং বড় ১৭টি মিলে ৩১টি মহিষ দেখাশোনার জন্য তাঁর মালিক তাঁকে প্রতি মাসে ১৭ হাজার টাকা বেতন দেন; সেই সঙ্গে আছে তিনবেলা খাওয়ার ব্যবস্থা। মহিষগুলোর স্থায়ী অবস্থান ছিল নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে। সেখানে মহিষগুলোর মালিকের খামারবাড়ি। দীর্ঘদিন বৃষ্টি নেই। নতুন ঘাস গজাচ্ছে না। তা ছাড়া আগের মতো বিস্তীর্ণ গো-চারণভূমি এখন কোথাও নেই। দখল বা অপরিকল্পিত বাড়িঘর নির্মাণের কারণে উন্মুক্ত স্থান শহরে যেমন কমেছে, তেমনি গ্রামেও। সবুজ ঘাসের অভাব তাই সর্বত্র। এ অবস্থা রাখাল হেলাল মালিকের নির্দেশে মহিষগুলো নিয়ে ঘাসের সন্ধানে নানা জায়গায় ঘুরছেন। এখন মহিষগুলো নিয়ে তিনি আছেন নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের গণি মিয়ার মোড়-সংলগ্ন খালি মাঠে। মাঠের এক প্রান্তেই আমার অফিস।
এর আগে এক মাস ছিলেন সদর উপজেলার চরজব্বার ইউনিয়নের চর রশীদ গ্রামে। এখন যেখানে আছেন সেই জালিয়াল গ্রামেও ঘাস প্রায় শেষ। তাই অচিরেই যাত্রা করতে হবে নতুন জায়গার সন্ধানে। আপাতত পৌরসভার একই ওয়ার্ডের টাকপুকুর পাড়ের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন হেলাল।
ঘাসের সন্ধানে মহিষের সঙ্গে রাখাল হেলালকেও পরিবার-পরিজন ছেড়ে যাযাবর জীবন-যাপন করতে হচ্ছে। চাকরিটা তাঁর সার্বক্ষণিক। বাঁধা শ্রম বললেও ভুল হবে না। কারণ ছুটিছাটার কোনো বালাই নেই।
এক প্রশ্নের জবাবে হেলাল জানালেন, ‘স্বাভাবিক সময়ে দিনে ৩০ লিটার দুধ পাওয়া যেত। পানি এবং ঘাসস্বল্পতার কারণে এখন দিনে দুধ পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে ছয় লিটার।’
আমাদের অফিস সহকারী পলাশ জানাল, রাখাল দুই দিন তাকে বিনামূল্যে মহিষের দুধ খেতে দিয়েছে। প্রতিদিন আধা লিটার। তার মতে, তাজা দুধ খেতে অনেক সুস্বাদু। তবে দুধ কমে যাওয়াও হেলালের জন্য এক শঙ্কার কারণ। দুধ বেচে মালিকের যদি না পোষে, তবে হেলালকে তিনি রাখবেনই বা কেন! এই রাখালের চাকরি করেই হেলাল দুই মেয়েকে বড় করেছেন, বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলেকে স্কুলে পড়াতে পারছেন। চাকরিটা তার ভারী প্রয়োজন। তবে হেলাল চান না, তাঁর ছেলে এ পেশায় আসুক। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করতে হয়। তার সঙ্গে বোনাসে অনিশ্চয়তা। তাই তিনি তাঁর ছেলেকে এই পেশায় আনতে চান না। ইচ্ছা থাকলেও নিজে এ চাকরি ছাড়তে পারছেন না। বিকল্প কিছু নেই তাঁর সামনে।
আপাতত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার অবকাশ নেই হেলালের। তাঁর বর্তমানই যেখানে ধূসর, ভবিষ্যতের চিন্তা করবেন কীভাবে? তাই আগামী দিনের ভার নিয়তির ওপর ছেড়ে দিয়ে বর্তমানের অনিশ্চয়তাই তাঁকে ভাবায় বেশি।
আপাতত তিনি চান বৃষ্টি। ঝমঝম করে বৃষ্টি। গরমে মানুষের যত কষ্ট হয়, মহিষের কষ্ট তার চেয়ে অনেক বেশি। যথেষ্ট বৃষ্টিপাত মহিষগুলোকে স্বস্তি দিতে পারে; একই সঙ্গে কষ্ট লাঘব করতে পারে হেলালের। বৃষ্টি হলে সবুজ ঘাস গজাবে। হেলাল মহিষসহ ফিরে যেতে পারবেন মূল চাকরিস্থলে। এতে ঘটতে পারে পরিবারের সঙ্গে তাঁর সম্মিলন।
তাই চলুন, বৃষ্টির জন্য প্রার্থনা আমরাও করি।
মোহাম্মদ মুনতাসির আজিজ: সমাজকর্মী,নোয়াখালী
উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
ইরানে বন্দর আব্বাসের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০
ইরানের বন্দর আব্বাসের কাছে শহীদ রাজয়ি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও ১০০০ জন।
সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, শহীদ রাজয়ি বন্দর ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে এক হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত। এটি ইরানের সবচেয়ে উন্নত কনটেইনার বন্দর। বন্দর আব্বাস শহরের ২৩ কিলোমিটার পশ্চিমে ও হরমুজ প্রণালির উত্তরে অবস্থিত এই কনটেইনার বন্দর। এ প্রণালি দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়।
শনিবার ওই বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরও রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বন্দর এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে এবং সেখানে জ্বলতে থাকা বহু কনটেইনারের আগুন নেভাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি শহীদ রাজয়িতে থাকা কনটেইনারগুলোয় রাসায়নিকের অনিরাপদ মজুত বিস্ফোরণের কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন। স্থানীয় একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বিস্ফোরণের কারণ কনটেইনারের ভেতরে থাকা রাসায়নিক।’
হোসেইন জাফরি আরও বলেন, এর আগেও সংকট ব্যবস্থাপনা সংস্থার মহাপরিচালক পরিদর্শনের সময় কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন, সম্ভাব্য বিপদের কথা বলেছিলেন।
অন্যদিকে ইরানের সরকারি মুখপাত্র বলেন, বিস্ফোরণের পেছনের কারণ হতে পারে রাসায়নিক। তবে সুনির্দিষ্ট কারণ এখনই বলা সম্ভব নয়।
বিস্ফোরণের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনিকে ঘটনাস্থলে পাঠিয়েছেন প্রেসিডেন্ট। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগুন নেভানো ও অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়া ঠেকানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।