ম্যানচেস্টার ইউনাইটেড ০–০ ম্যানচেস্টার সিটি

স্বপ্নের রঙ্গমঞ্চ ওল্ড ট্রাফোর্ডে আগ্রহ, উত্তাপ, উত্তেজনার কমতি ছিল না। আক্রমণ–পাল্টা আক্রমণে মাঠের লড়াইও বেশ জমে উঠল। কিন্তু যে মুহূর্ত দেখার জন্য ফুটবলপ্রেমীরা অপেক্ষায় থাকেন; সেই মুহূর্তটাই যদি না আসে, তাহলে সবকিছু পানসে হয়।

ম্যানচেস্টার ডার্বিও তাই পানসে বা ম্যাড়ম্যাড়ে লাগা স্বাভাবিক। দুই দলের কেউ যে গোল করতে পারল না। ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের মহারণে ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড।

দুই দলের লড়াই সর্বশেষ গোলশূন্য ড্র হয়েছিল ৫ বছর আর ১২ ম্যাচ আগে। ২০২০ সালের করোনাকালীন সময়ে সেই ম্যাচটি হয়েছিল রুদ্ধদ্বার ওল্ড ট্রাফোর্ডে। সেই ম্যাচে সিটি কোচ পেপ গার্দিওলার বিপরীত ডাগআউটে ইউনাইটেড কোচ হিসেবে দাঁড়িয়েছিলেন উলে গুনার সুলশার।

প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই থেকে অনেক আগেই ছিটকে পড়েছে দুই দল। তবে ইউনাইটেডের জন্য লড়াইটা মর্যাদার হলেও সিটির জন্য ছিল পয়েন্ট তালিকার শীর্ষ চারে ফেরার।

সন্ধ্যার ম্যাচে চেলসি ব্রেন্টফোর্ডের সঙ্গে ড্র করায় ম্যানচেস্টার ডার্বি জিতলেই শীর্ষ চারে উঠে আসত সিটি। কিন্তু ইউনাইটেডকে হারাতে না পারায় গার্দিওলার দল পাঁচেই রয়ে গেল। মৌসুম শেষে সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইনাকেও শেষ ম্যানচেস্টার ডার্বিতে অম্লমধুর অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হলো। আর রুবেন আমোরিম এই মৌসুমে গার্দিওলার বিপক্ষে তিন ম্যাচেই অপরাজিত রইলেন। দুবার ইউনাইটেড কোচ হিসেবে, একবার স্পোর্তিং লিসবনের কোচ হিসেবে।

৩১ ম্যাচে সিটির পয়েন্ট এখন ৫২। সমান সংখ্যক ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ইউনাইটেড।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বজ্রপাতে প্রাণ গেল মাদ্রাসার শিক্ষকের

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে দিদারুল হক নামে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার খারনৈ ইউনিয়নের হাফসা রা: আনহু মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামী একাডেমির সামনে এ ঘটনা ঘটে।

সোমবার সকালে সমকালকে এই তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন।

নিহত দিদারুল ইসলাম উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামে মধ্যপাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি খারনৈ এলাকার হাফসা রা: আনহু মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামী একাডেমির শিক্ষক ছিলেন।

খারনৈ ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক জানান, রোববার রাত সাড়ে দশটার দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় শিক্ষক দিদারুল হক বাইরে থেকে মাদ্রাসায় যাচ্ছিলেন। তখন বিকট শব্দ একটি বজ্রপাতের শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে মাদ্রাসার মাঠে গিয়ে দিদারুল হকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে স্থানীয় পল্লী চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন ,বজ্রপাতে দিদারুল হক নামে একজন মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়। স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ রাতেই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ