ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১
Published: 6th, April 2025 GMT
রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের নেতা–কর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় একজনকে আটক করেছে ঢাকা মহাহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার রাতে দৈনিক বাংলা মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তির নাম মো. সালাউদ্দিন ছগির (৪৩)। তাঁর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া এলাকায়। সালাউদ্দিন ছগির আওয়ামী লীগ বা এর কোনো সহযোগী সংগঠনের কোনো পদে আছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশর অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে বলেন, গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে রোববার সকাল সাতটার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতা–কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঝটিকা মিছিল করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা–কর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আওয় ম
এছাড়াও পড়ুন:
বায়ার্নের মাঠে জিতে এগিয়ে গেল ইন্টার মিলান
বায়ার্ন মিউনিখ১:২ ইন্টার মিলান
মৌসুমশেষে ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়া টমাস মুলার বাঁচিয়েই দিয়েছিলেন বায়ার্ন মিউনিখকে। পিছিয়ে থাকা ম্যাচে এনে দিয়েছিলেন সমতা। কিন্তু ম্যাচটা শেষতক হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে জার্মান ক্লাবটিকে।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইন্টার মিলান জিতেছে ২-১ ব্যবধানে। ইন্টারের হয়ে ম্যাচের ৮৮তম মিনিটে জয়সূচক গোল করেছেন ডেভিড ফ্রাত্তেসি।
বিস্তারিত আসছে।