খাবার খেয়ে অসুস্থ অনেকে বিপদে গার্মেন্ট কর্মীরা
Published: 6th, April 2025 GMT
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। উপজেলার বড় আলমপুর ইউনিয়নের গাজী খাঁ দক্ষিণ সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এর মধ্যে অর্ধশতাধিক রোগী ভর্তি হয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সে। গতকাল রোববার ১০ জন চিকিৎসা নিয়েছেন। অসুস্থতার কারণে অনেক গার্মেন্ট কর্মী কর্মস্থলে ফিরতে না পেরে বিপদে রয়েছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার স্থানীয় গাজী খাঁ দক্ষিণ সোনারপাড়া গ্রামের লিটন মিয়ার বাড়িতে ছেলের আকিকার আয়োজন করা হয়। খাবার খেয়ে বিকেল থেকে অনেকের জ্বর, বমি, পেটব্যথা ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। শুরুতে সবাই বাড়িতে চিকিৎসা নিলেও শনিবার থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন অনেকে।
স্থানীয় বাসিন্দারা জানান, অসুস্থদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তি গার্মেন্টে চাকরি করেন। তারা ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। সপ্তাহের শুরুতে ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মস্থলে ফেরার কথা ছিল তাদের। কিন্তু অসুস্থতার
কারণে অনেকে ফিরতে পারেননি। ফলে চাকরি হারানোর শঙ্কায় আছেন তারা।
খাবার খেয়ে আসার পর রাত থেকে পাতলা পায়খানাসহ জ্বরে আক্রান্ত হন আজিজুল হক। তাঁর পরিবারের অন্যদেরও একই অবস্থা। শাফিউল ইসলামেরও একই উপসর্গ ছিল। তিনি বলেন, ‘আমি ঢাকায় গার্মেন্টে কাজ করি। আজ (রোববার) থেকে আমার অফিস খোলা হলেও অসুস্থতার জন্য যেতে পারিনি। জানি না চাকরি থাকবে কিনা।’
সপরিবারে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বাবুনপুর গ্রামের এনামুল হক। তাঁর স্ত্রী সালমা বেগম এবং দুই মেয়ে আদিবা ও আতিকাও অসুস্থ হয়ে পড়েন। স্বামী-স্ত্রী দু’জন গাজীপুরে গার্মেন্টে চাকরি করেন। ছুটি শেষ হলেও তারা ফিরতে পারছেন না।
খাবারের আয়োজন করা লিটন মিয়া বলেন, ‘আমরা খুব যত্নসহকারে খাবারের আয়োজন করেছিলাম। তারপরও কীভাবে কী হলো, কিছুই বুঝতে পারছি না। আমরা নিজেরাও অসুস্থ। এটি ষড়যন্ত্রও হতে পারে। নয়তো এমন হওয়ার কথা নয়।’
চলতি মৌসুমে ডায়রিয়ার প্রকোপ বেশি– জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তরিকুল ইসলাম মণ্ডল রিমন বলেন, শুক্রবার থেকে হঠাৎ খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত রোগীর ভিড় বেড়েছে। দাওয়াত খেয়ে অসুস্থ হওয়া পর্যন্ত অর্ধশতাধিক রোগী ভর্তি হয়েছেন। খাবারে এমন উপাদান থাকতে পারে, যা থেকে এ সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক বলেন, অতিরিক্ত গরমে গরুর মাংসে সমস্যা হতে পারে। বিষয়টি নিয়ে পুলিশ অনুসন্ধান অব্যাহত রেখেছে। শ্রমিকদের যাতে সমস্যা না হয়, সে জন্য যোগাযোগ করছে পুলিশ। স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সমন্বয় করে ছাড়পত্রের ব্যবস্থা করা হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: স ব স থ য কমপ ল ক স
এছাড়াও পড়ুন:
থাইরয়েডজনিত সমস্যা
থাইরয়েড হরমোন মানুষের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থাইরয়েড হরমোনের পরিমাণ কম বা বেশি হলে শরীরে দেখা দেয় নানা বিপত্তি। এগুলো হরমোনের কার্যগত সমস্যা। থাইরয়েড হরমোনের ঘাটতি হলে ‘হাইপোথাইরয়েডিজম’ হয়। থাইরয়েডজনিত সমস্যার মধ্যে হাইপোথাইরেডিজম রোগীর সংখ্যা বেশি। এটি থাইরয়েডের সবচেয়ে পরিচিত সমস্যা। সাধারণত মহিলারা এ রোগে আক্রান্ত হন বেশি। প্রতি আটজন মহিলার মধ্যে একজন হাইপোথাইরয়েডিজম সমস্যায় ভুগে থাকেন। বেশির ভাগ ক্ষেত্রে অটোইমিউন কারণে এটি দেখা দেয়। এছাড়া থাইরয়েডে অস্ত্রোপচার, থাইরয়েড গ্রন্থির প্রদাহ, আয়োডিনের ঘাটতি, রেডিয়েশন ও কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় হাইপোথাইরয়েডিজম হতে পারে। থাইরয়েড হরমোনের ঘাটতিজনিত প্রতিক্রিয়া ধীরে ধীরে পরিলক্ষিত হয় বলে বেশির ভাগ রোগী সমস্যা বুঝতে পারে না। অনেক ক্ষেত্রে রুটিন পরীক্ষার সময় থাইরয়েড হরমোনের ঘাটতি পরিলক্ষিত হয়। হাইপোথাইরোডিজম আক্রান্ত ব্যক্তির অতিরিক্ত ক্লান্তিবোধ, ওজন বেড়ে যাওয়া, শীত শীত ভাব, অবসাদ, চুল ও ত্বকের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, মহিলাদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক বা অতিরিক্ত মাসিক, গর্ভ ধারণে অক্ষমতা, অকাল গর্ভপাত প্রভৃতি সমস্যা দেখা দিতে পারে। নবজাতকদের সাধারণত কনজেনিটাল হাইপোথাইরোডিজম দেখা দেয়। তাদের ক্ষেত্রে দৈহিক ও মস্তিষ্কের গঠন ও বিকাশ ব্যাহত হয়, এমনকি বুদ্ধিপ্রতিবন্ধী হতে পারে।
থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত সক্রিয়তার কারণে থাইরয়েড হরমোন বেশি নিঃসৃত হলে তাকে হাইপারথাইরয়েডিজম বলে। এর ফলে বুক ধড়ফড় করা, অতিরিক্ত ঘাম, বারবার ক্ষুধা লাগা, ওজন কমে যাওয়া, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত গরম লাগা, মহিলাদের মাসিক বন্ধ হয়ে যাওয়া অথবা কম হওয়া, বন্ধ্যত্ব প্রভৃতি সমস্যা দেখা দিতে পারে।
এছাড়া থাইরয়েড গ্রন্থির গঠনগত কিছু রোগ রয়েছে। যেমন গয়টার বা গলগন্ড, থাইরয়েড নডিউল এবং থাইরয়েড ক্যান্সার।
বিশ্বব্যাপী প্রায় ৭০ কোটিরও বেশি মানুষ থাইরয়েডের সমস্যায় আক্রান্ত। বাংলাদেশের সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হয় প্রায় ৩০ শতাংশ মানুষ থাইরয়েড জটিলতায় ভুগছেন। সাধারণত পুরুষের তুলনায় নারীর মধ্যে থাইরয়েডজনিত সমস্যা হার বেশি দেখা দেয়। মানুষের মধ্যে সচেতনতার অভাবে থাইরয়েডের
রোগী চিকিৎসকের কাছে কম আসে। বয়স ও লিঙ্গ ভেদে ভিন্ন ভিন্ন উপসর্গ ও জটিলতা দেখা যায়। অনেক সময় উল্লেখযোগ্য কোনো উপসর্গ না থাকায় আক্রান্ত ব্যক্তি বুঝতে পারেন না।
ফলে অনেকের ক্ষেত্রে এটি শনাক্তের বাইরে থেকে যায়। এর দরুন পরবর্তীকালে নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। তাই থাইরয়েডের বিপত্তিজনিত কারণে যেসব লক্ষণ বা উপসর্গ দেখা যায় তা সম্পর্কে অবগত হতে পারলে এ রোগের ব্যাপারে
সচেতন হওয়া সম্ভব। সন্দেহজনক যে কোনো উপসর্গ দেখা দিলে বা থাইরয়েডের বিপত্তি শনাক্ত হলে অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। v
[ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ]