দারুণ সময় কাটছে মোহাম্মদ সিরাজের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৯ রানে ৩ উইকেট নেওয়ার পর আজ সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে নিলেন ১৭ রানে ৪ উইকেট। আইপিএলে যা তাঁর ক্যারিয়ার–সেরা।

আজ এই টুর্নামেন্টে শততম উইকেটের দেখাও পেয়েছেন এই ভারতীয় পেসার। সিরাজের সেঞ্চুরির দিনে তাঁর দল গুজরাট টাইটানসও জিতেছে সহজে।

রাজীব গান্ধী স্টেডিয়ামে হায়দরবাদের করা ১৫২ রান গুজরাট তাড়া করেছে ২০ বল ও ৭ উইকেট হাতে রেখে। টুর্নামেন্টে এটি গুজরাটের চতুর্থ ম্যাচে তৃতীয় জয়। অন্যদিকে এবারের আইপিএলে এটি হায়দরবাদের টানা চতুর্থ হার।

ফিফটির পর গিল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

সিরাজের সেঞ্চুরি, আবার মুখ থুবড়ে পড়ল হায়দরাবাদ

দারুণ সময় কাটছে মোহাম্মদ সিরাজের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৯ রানে ৩ উইকেট নেওয়ার পর আজ সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে নিলেন ১৭ রানে ৪ উইকেট। আইপিএলে যা তাঁর ক্যারিয়ার–সেরা।

আজ এই টুর্নামেন্টে শততম উইকেটের দেখাও পেয়েছেন এই ভারতীয় পেসার। সিরাজের সেঞ্চুরির দিনে তাঁর দল গুজরাট টাইটানসও জিতেছে সহজে।

রাজীব গান্ধী স্টেডিয়ামে হায়দরবাদের করা ১৫২ রান গুজরাট তাড়া করেছে ২০ বল ও ৭ উইকেট হাতে রেখে। টুর্নামেন্টে এটি গুজরাটের চতুর্থ ম্যাচে তৃতীয় জয়। অন্যদিকে এবারের আইপিএলে এটি হায়দরবাদের টানা চতুর্থ হার।

ফিফটির পর গিল

সম্পর্কিত নিবন্ধ