মার্কিন শুল্কারোপ নিয়ে একেবারেই চিন্তিত নই: বিডা নির্বাহী চেয়ারম্যান
Published: 6th, April 2025 GMT
মার্কিন শুল্কারোপ প্রসঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘এ ব্যাপারে একেবারেই চিন্তিত নই। কারণ যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশের রপ্তানিতে শুল্ক বাড়ায়নি, প্রতিযোগী দেশগুলোর ওপরও বাড়তি শুল্ক আরোপ করেছে। প্রতিযোগী দেশগুলোও একই নৌকায় আছে। সুতরাং, তাদের যাত্রা যে পথে হবে, বাংলাদেশেরও সম্ভবত সেদিকেই হবে। বরং এটি একটি ভালো সংকেত। এই বিষয়টিকে কাজে উন্নত বিনিয়োগ পরিবেশ তৈরি করার চেষ্টা করা হবে। তাতে ভবিষ্যতে আরও ভালো কিছু সুবিধা পাওয়া যাবে।’
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ উপলক্ষ্যে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিদেশি বিনিয়োগ টানতে আগামীকাল সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে চার দিনব্যাপী এ বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে।
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, 'ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টটেটিভের একটি রিপোর্টের ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্র অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে। সেই রিপোর্টে বিাংলাদেশের জন্য প্রধান কিছু সংস্কারের কথা বলা হয়েছে। বিশেষ করে অটোমেশন, কাস্টমসে সমস্যা ও দুর্নীতি। এসব বিষয়ে সংস্কার চলছে। এগুলোর সমাধান হয়ে গেলে বিনিয়োগ পরিবেশের অনেক উন্নতি হবে।'
বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
বিনিয়োগ সম্মেলন প্রসঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীদের নতুন বার্তা দেওয়া হবে যে, এটা আগের বাংলাদেশ নয়। গত ৫ আগস্টের পর ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি বলেন, বিনিয়োগকারীরা যাতে সরকার, অংশীজনদের সাথে সরাসরি কথা বলতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। রাজনৈতিক দলগুলোও তাদের ইতিবাচক তথ্য দিয়ে সহায়তা করবে।
স্টারলিংকের মালিক মার্কিন ধনকুবের ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বিনিয়োগ সম্মেলনে আসছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, তিনি আগে ব্যবসায়ী ছিলেন, তখন তার সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু এখন তিনি ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাকে আগে আনা যতটা সহজ ছিল,এখন ততটা নয়। তবে তার প্রতিনিধি সম্মেলনে আসবেন।
বিনিয়োগ সম্মেলনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) সঙ্গে একটি বেসমারিক চুক্তি হতে পারে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বেসমারিক মহাকাশ অনুসন্ধান নিয়ে নাসার সঙ্গে এই চুক্তি সই হতে পারে। চুক্তি সই হওয়ার পর এর বিস্তারিত জানানো হবে।
এ সম্মেলনে দেশি-বিদেশি পাঁচ উদ্যোক্তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। তিনি বলেন, ২০-২৫ ধরে বাংলাদেশে ব্যবসা করে আসছেন এমন একজন বিদেশি ব্যবসায়ীকে সম্মাননা দেওয়ার পাশাপাশি তাকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হবে। তবে কোন দেশের নাগরিককে এই প্রস্তাব দেওয়া হবে তা উল্লেখ করেননি তিনি।
তিনি জানান, বিশ্বের ৪০টি দেশ থেকে ৫৫০ জন বিনিয়োগকারীরা এ সম্মেলনে অংশ নেবেন। এতে বিশ্বের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্বরা অংশ নেবেন। সম্মেলনের আসা বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড, মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর প্রমুখ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
লন্ডনে পাকিস্তান হাইকমিশনে হামলা
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পাকিস্তানের হাইকমিশনে হামলা চালানো হয়েছে। হাইকমিশনের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভকারীর প্রতিবাদ সমাবেশের পর এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন। এই ঘটনায় দোষীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
সংবাদমাধ্যমটি বলছে, হামলার সময় হাইকমিশনের জানালার কাঁচ ভেঙে ফেলা হয় এবং ভবনের বাইরের দেয়াল ও ফলকে গেরুয়া রঙের পেইন্ট নিক্ষেপ করা হয়। এতে চতুর্দিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়।
ঘটনার পর হাইকমিশনের চারপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং দোষীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ লন্ডনে হাইকমিশনে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি “নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য” তদন্তের আহ্বান জানিয়েছেন এবং প্রয়োজনে পাকিস্তান নিজেও তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন।
বিক্ষোভের সময় পুলিশের হস্তক্ষেপে দুই ব্যক্তিকে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি, পাকিস্তান সমর্থকরাও পাল্টা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
সম্প্রতি ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। ভারতের ২৬ নাগরিক নিহত হওয়ার ওই ঘটনার পর নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানও পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানি আকাশপথ বন্ধ করে দিয়েছে।