ভূমি ডিজিটাইজেশনের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে ও নাগরিক ভোগান্তি কমাতে আধুনিক ‘ল্যান্ড সার্ভিস গেটওয়ে’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে ঢাকা জেলার ১৯টি ভূমি সার্কেলে ই-মিউটেশনের উন্নততর ভার্সন ও সহজে ব্যবহারযোগ্য সফটওয়্যারের পাইলটিং শুরু হয়েছে। 

রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, প্রধান উপদেষ্টা ড.

মুহাম্মদ ইউনূসের জরুরি নির্দেশনা অনুসারে এই গেটওয়ে চালু করা হচ্ছে। এর অংশ হিসেবে বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা সফটওয়্যার সিস্টেমে ডিজিটাল ভূমি সেবা না দিয়ে তথ্য  ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে এলডি ট্যাক্স, ই-মিউটেশন, ই-পর্চা বা ই-খতিয়ান এবং মৌজা ম্যাপসহ চারটি সেবাকে আন্তঃ-সংযুক্ত করা হচ্ছে। এলডি ট্যাক্স সেবাটি সারাদেশে উন্মুক্ত হয়েছে। ইতোমধ্যে প্রায় ২০০ কোটি টাকার ভূমি রাজস্ব আদায় হয়েছে। এই গেটওয়ে চালুর ফলে সেবাগুলোর জন্য আলাদা রেজিস্ট্রেশন লাগবে না।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা নিজে এবং তার দপ্তর, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ভূমি সেবার মানোন্নয়নে কাজ করছেন।
ভূমি সেবা ডিজিটাইজেশনের পরবর্তী পর্যায়ে বেসরকারি উদ্যোক্তা এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা হবে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এআই ছবি ও ভিডিও তৈরির জন্য নতুন করে ফায়ারফ্লাই অ্যাপ চালু করল অ্যাডোবি

নিজেদের ক্রিয়েটিভ ক্লাউড প্ল্যাটফর্মে একাধিক নতুন সুবিধা যুক্ত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ছবি ও ভিডিও তৈরির জন্য নতুন করে ফায়ারফ্লাই অ্যাপ চালু করেছে অ্যাডোবি। ‘ফায়ারফ্লাই এআই’ নামের অ্যাপটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা কনটেন্ট তৈরির পরিকল্পনা করার পাশাপাশি ভিডিও নির্মাণের পুরো প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তা নিতে পারবেন। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত বার্ষিক ‘অ্যাডোবি ম্যাক্স’ সম্মেলনে অ্যাপটি উন্মুক্ত করার পাশাপাশি ক্রিয়েটিভ ক্লাউড প্ল্যাটফর্ম সফটওয়্যারে নতুন সুবিধা যুক্তের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাডোবির তথ্যমতে, ফায়ারফ্লাই এআই অ্যাপে ‘ফায়ারফ্লাই ইমেজ মডেল ৪’ ও ‘ফায়ারফ্লাই ভিডিও মডেল’-এর পাশাপাশি ওপেনএআইয়ের ‘চ্যাটজিপিটি’ এবং গুগল ক্লাউডের ‘জেমিনি’ মডেলও ব্যবহার করা যাবে। শিগগিরই অ্যাপটিতে আইডিয়োগ্রাম, লুমা, পিকা ও রানওয়ের মতো অন্যান্য প্রতিষ্ঠানের এআই মডেল যুক্ত করা হবে।

অ্যাডোবির ক্রিয়েটিভ ক্লাউড বিভাগের পণ্য বিপণন উপদেষ্টা দীপা সুব্রহ্মণ্য বলেন, ‘সৃজনশীল পেশাজীবীদের দ্রুত, নিখুঁত এবং নিয়ন্ত্রিতভাবে কাজের সুযোগ করে দিতে অ্যাডোবি নিরলসভাবে কাজ করছে। ফায়ারফ্লাই এআই তাদের সৃজনশীলতার পরিসর আরও বাড়িয়ে দেবে।’

ফটোশপের ‘অ্যাকশন প্যানেল’ নতুনভাবে সাজিয়েছে অ্যাডোবি। এর ফলে এআই এজেন্টের সহায়তায় এক ক্লিকেই ভিন্ন ভিন্নভাবে ছবি সম্পাদনা করা যাবে। ভিডিও সম্পাদনার জন্য ‘প্রিমিয়ার প্রো’ সফটওয়্যারে ‘মিডিয়া ইন্টেলিজেন্স’ সুবিধাও যুক্ত করেছে অ্যাডোবি, যা ভিডিও ক্লিপে থাকা বস্তু ও অন্যান্য ছবি দ্রুত শনাক্ত করতে পারবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ

  • এআই ছবি ও ভিডিও তৈরির জন্য নতুন করে ফায়ারফ্লাই অ্যাপ চালু করল অ্যাডোবি