টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশোভন কার্টুন ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে মারধর করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রোববার এ ঘটনা ঘটে। 

আটক অখিল চন্দ্র মণ্ডলের বাড়ি দেলদুয়ার উপজেলার দেলদুয়ার দক্ষিণপাড়ায়। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় তাঁর চিকিৎসা চলছে।

এলাকাবাসীর অভিযোগ, শনিবার অখিলের ফেসবুক অ্যাকাউন্টে মহানবী হযরত মুহাম্মদকে (সা.

) নিয়ে কটূক্তিসহ অশোভন কার্টুন পোস্ট করা হয়। রোববার সকালে পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা সংঘবদ্ধ হয়ে দেলদুয়ার দক্ষিণ বাজারে গিয়ে অখিলকে মারধর করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সেখানে গিয়ে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করেন।

দেলদুয়ার থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক হাওলাদার জানান, এ ঘটনায় তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আদিবুল ইসলাম বলেন, স্থানীয় আলেম-ওলামা, উপজেলা প্রশসান ও সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দেলদুয়ারে বৈঠক করা হয়েছে। সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে অখিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঢাকার সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা লাগলে বাসটির হেলপারের মৃত্যু হয়। 

অন্যদিকে গতকাল গভীর রাতে একই মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় নারীসহ দুইজনের মৃত্যু হয়।

প্রাইভেটকারের ধাক্কায় নিহতরা হলেন- নেত্রকোনা জেলার ধিরেনের ছেলে হৃদয় চন্দ্র দাশ (২০) ও একই এলাকার অর্চণা রানী (৩০)। অপরজন হলেন নাবিল পরিবহনের হেলপার আনোয়ারুল ইসলাম (২৬)। এ ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, গতকাল রাতে নওগাঁ থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে নাবিল পরিবহনের একটি বাস। বাসটি সাভারের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপরে ওঠে। এসময় হেলপার আনোয়ারুল ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বাসটি জব্দ করা হয়। 

এছাড়া গতকাল রাতে হৃদয় ও অর্চণা সাভারের ব্যাংক টাউন এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির প্রাইভেটকার তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তারা মারা যায়। এঘটনায় চালক পালিয়ে গেলেও প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, “রাতে দ্রুতগতির একটি প্রাইভেটকার চাপায় নারীসহ দুইজন ও সকালে নাবিল পরিবহনের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর তুলে দিলে হেলপার মারা যান। দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি জব্দ করে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/সাব্বির/এস

সম্পর্কিত নিবন্ধ