ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই আগামীকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

আজ রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগের শিক্ষার্থীর পক্ষ থেকেও ক্লাস–পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছিল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ নিহত ২

পাবনার ঈশ্বরদীতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে পাকশী রেলওয়ের এমএস কলোনির ৯ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাকশী ইউনিয়নের হঠাৎপাড়া এলাকার ফজল মাতব্বরের ছেলে আয়নুল হক (৪০) ও এমএস কলোনির বাসিন্দা দুলাল হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৬৫)।

স্থানীয় বাসিন্দা আজিম উদ্দিন জানান, আয়নুল ইসলামের বাড়িতে তার অটোরিকশা চার্জ দেওয়ার ব্যবস্থা না থাকায় অটোরিকশা চার্জ দেওয়ার জন্য এমএস কলোনিতে ফাতেমা খাতুনের গ্যারেজে চার্জ দিতেন। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত আয়নুল বিদ্যুৎস্পৃষ্টে হোন। চিৎকার শুনে ফাতেমা বেগম তাকে বাঁচাতে এলে তিনিও বিদ্যুতায়িত হন। এ ঘটনায় ঘটনাস্থলেই আইনুল মারা যান। হাসপাতালে নেওয়ার পর ফাতেমা বেগমের মৃত্যু হয়।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) শাকিউল আজম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করার পর নিহতদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ