সিরাজগঞ্জ পৌর এলাকার বাহিরগোলায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার (৬ এপ্রিল) বিকেলে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জে সেনাবাহিনীর ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির।

স্থানীয় সূত্র জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার (৫ এপ্রিল) বাহিরগোলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ইট নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন আহত হন। আজও দুই পক্ষ সংঘর্ষে জাড়ায়। এতে তিনজন আহত হন।

খবর পেয়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তাওহীরের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ,র‌্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে তাদের সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। যৌথবাহিনীর অভিযানের পর বাহিরগোলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন:

শরিয়তপুরে ককটেল বিস্ফোরণ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

জলাশয় ইজারার বিরোধ নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, “সিরাজগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দিনরাত কাজ করে যাচ্ছে।”

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‍“শহরের বাহিরগোলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় যৌথবাহিনী চারজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগের পর মামলা দায়েরসহ আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।”

ঢাকা/অদিত্য/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ আটক ব হ রগ ল য় স র জগঞ জ স ঘর ষ র ঘটন

এছাড়াও পড়ুন:

ভূঞাপু‌রের ইউএনও‌কে হুম‌কি দেওয়ায় আটক ‌১

টাঙ্গাইলের ভূঞাপু‌র বাসস্ট্যান্ডে গণপ‌রিবহ‌নে অতিরিক্ত ভাড়া আদায় ও অবৈধ গাড়ি পার্কিংয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তার কার্যালয়ে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগে রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৬ এপ্রিল) ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল ক‌রিম বলেন, ‍“রানা না‌মে একজন‌কে আটক করা হ‌য়ে‌ছে।” 

এলাকাবাসী জানান, ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। আজ ভূঞাপুর বাসস্ট্যান্ডে আসেন অনেকেই কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য। এসময় যাত্রীদের কাছ থেকে কয়েকটি পরিবহন বাড়তি ভাড়া আদায় করছে বলে অভিযোগ ওঠে।

আরো পড়ুন:

কুষ্টিয়ায় আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক 

নারায়ণগঞ্জে রিভলবারসহ কিশোর গ্রেপ্তার

অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) পু‌লিশের সহায়তায় ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ক‌রেন। তারা প্রকাশ্যে ধূমপান, অবৈধভাবে গাড়ি পার্কিং এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কয়েকজন ব্যক্তি ও পরিবহনকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেন। এসময় সেখানে উপ‌স্থিত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একদল শ্রমিক অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় অভিযুক্ত রানা ইউএনও’র কার্যালয়ে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং ইউএনও‌কে দেখে নেওয়ার হুম‌কি দেন। প‌রে পু‌লি‌শে তাকে আটক করে। 

ভূঞাপুরের ইউএনও মোছা. প‌পি খাতুন ব‌লেন, “বাসস্ট্যান্ড এলাকায় অ‌ভিযান প‌রিচালনা করা হয় বাড়‌তি ভাড়া আদা‌য়ের বিরু‌দ্ধে। এ ঘটনায় রানা না‌মের একজন উপজেলা কার্যাল‌য়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং আমাকে  হুম‌কি দেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।” 

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • সিলেটসহ বিভিন্ন স্থানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ
  • সিলেটসহ অন্যান্য স্থানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ
  • ফতুল্লা প্রেসক্লাবের উদ্যোগে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ সমাবেশ
  • ফতুল্লায় ডাইং কারখানায় মাটি চাপা পড়ে শ্রমিক নিহত, আহত ৩
  • ঢাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ চারজন গ্রেপ্তার: পুলিশ
  • ভূঞাপু‌রের ইউএনও‌কে হুম‌কি দেওয়ায় আটক ‌১
  • রূপগঞ্জে ৩ ডাকাত গ্রেপ্তার, বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার
  • কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর বাড়িতে ভাঙচুর-আগুন
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৬