কুমিল্লায় কিশোরীকে চেতনানাশক খাইয়ে ধর্ষণের অভিযোগ
Published: 6th, April 2025 GMT
কুমিল্লায় কিশোরীকে ডেকে নিয়ে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২৭ মার্চের এ ঘটনায় রোববার রিয়াজুল হক হামীম নামে এক তরুণকে প্রধান আসামি করে বুড়িচং থানায় মামলা করেছে ভুক্তভোগী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, হামীমের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। এই সূত্রে ২৭ মার্চ রাতে মোবাইল ফোনে কল করে তাকে দেখা করতে বলে হামীম। তার কথামতো ওই কিশোরী ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে যায়। সেখানে কথা বলার একপর্যায়ে তাকে কৌশলে পাশের মাছের খামার পাহারার ঘরে নিয়ে যায় হামীম এবং পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানোর পর তাকে ধর্ষণ করে।
ভুক্তভোগীর পরিবার জানান, মেয়ের কাছে বিস্তারিত শুনে হামীমের পরিবারকে বিষয়টি জানানো হয়। তারা হামীমের সঙ্গে ওই কিশোরীর বিয়ের আশ্বাস দেয়। ঈদুল ফিতরের পর বিষয়টি সমাধানের কথা ছিল। কিন্তু এরই মধ্যে হামীম ও তার পরিবারের লোকজন এলাকা ছেড়ে গেছে।
বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, হামীম ও তার পরিবারের তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক শিশু ও এক পোশাককর্মী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন পোশাককর্মী। এ ঘটনায় তিনি শনিবার রাতে তিনজনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা করেন।
আসামিরা হলো– আলতাব, শাহিনুর ও স্বাক্ষর হোসেন। অপরদিকে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সিয়াম হোসেন নামে এক তরুণকে মারধর করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রোববার কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইয়াকুব পারভেজ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার উপজেলার হরগজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, হরগজ বাজারে একটি স্টুডিও রয়েছে ইয়াকুবের। গত ২৪ ফেব্রুয়ারি ওই ছাত্রী ছবি তোলার জন্য সেখানে যায়। এরপর পারভেজ কৌশলে কোমল পানীয়তে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে বিবস্ত্র করে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে। এরপর থেকে ছবি-ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে ইয়াকুব। এ ঘটনায় রোববার সকালে ইয়াকুবের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। এরপর দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
নেত্রকোনায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন নামে এক বাসামালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার শহরের পারলা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ভুক্তভোগীর করা মামলা তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দোকানে ব্যাগ কিনতে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে অভিযোগ পেয়ে ওই দোকানে কাজ করা এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার রাতেই দেবীগঞ্জ থানায় মামলা হয়।
রাজবাড়ীর পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন, এসআই হিমাদ্রি হাওলাদারসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছেন এক নারী। রোববার রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি হয়। মামলার অপর আসামি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাছারীপাড়া গ্রামের আরিফ হোসেন। আদালতের বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
পাংশা থানার ওসির দাবি, মামলার বাদী ও তার স্বামী অপহরণ মামলার আসামি। মামলা থেকে বাঁচতে কারও ইন্ধনে এই অভিযোগ করেছেন তিনি।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি)
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ র প ত র কর র পর ব র এ ঘটন য় উপজ ল
এছাড়াও পড়ুন:
একই রশিতে ঝুলছিল মা ও ছেলের লাশ
ঝালকাঠির নলছিটিতে রেইনট্রি গাছের সঙ্গে একই রশিতে ঝুলে থাকা মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার মগড় ইউনিয়নের পূর্ব সুজাবাদ রায়াপুর এলাকার মাঝি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন- রুবি বেগম (৫৫) ও আসাদ মাঝি (৩৫)। তারা ওই এলাকার মুদিদোকানি হানিফ মাঝির স্ত্রী ও ছেলে।
হানিফ মাঝি অভিযোগ করে বলেন, ‘‘একই এলাকার সিরাজ হাওলাদারের মেয়ে গত রমজানে নিখোঁজ হয়। এরপর থেকেই দাবি করা হচ্ছিল, আসাদ তার মেয়েকে লুকিয়ে রেখেছে। এ ঘটনার জেরে সিরাজের ছেলে সাদ্দাম আসাদকে মারধর করে। এরপর বিভিন্নভাবে হুমকি ও চাপ দেওয়া হচ্ছিল। এ কারণে আমার স্ত্রী ও ছেলে আত্মহত্যা করেছে।’’
আরো পড়ুন:
পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহটি সবুজের
ছুরিকাঘাতে যুবক খুন, ইউপি সদস্যের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, মা-ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানয় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’’
ঢাকা/অলোক/রাজীব