আদালত প্রাঙ্গণে সাবেক এমপি আফতাবকে জুতা নিক্ষেপ
Published: 6th, April 2025 GMT
আদালত প্রাঙ্গণে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে জুতা ও মাটি নিক্ষেপ করেছেন ক্ষুব্ধ জনতা। এ সময় তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
রোববার দুপুরে নীলফামারী আদালতে ডোমারের পৃথক দুটি মামলায় আফতাব উদ্দিন হাজিরা দিতে গেলে এ ঘটনা ঘটে।
এদিন আফতাব উদ্দিনকে রংপুর জেলা কারাগার থেকে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে হাজির করা হয়। পুলিশের কঠোর নিরাপত্তা উপেক্ষা করে উত্তেজিত জনতা তার ওপর চড়াও হয়। এ সময় আফতাব উদ্দিনের ওপর জুতা ও মাটি নিক্ষেপ করা হয়।
গত ৫ মার্চ রাতে রংপুরের একটি হত্যা মামলায় রংপুর নগরীর নিউ সেন-পাড়া এলাকা থেকে আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভগ্নিপতি অধ্যাপক রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগের মামলায় এবং যুবদল নেতা মাসুদ বিন আমিন সুমনের করা চাঁদাবাজি মামলায় রংপুর জেলা কারাগার থেকে তাকে নীলফামারী আদালতে আনা হয়।
পাবলিক প্রসিকিউটর (পিপি) আল মাসুদ চৌধুরী বলেন, আফতাব উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ডোমারের দুটি মামলায় রোববার আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তী সময়ে রিমান্ডের জন্য আবেদন করা হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কাল সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম
হৃদ্রোগের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন আগেই। অপেক্ষায় ছিলেন শারীরিক অবস্থার আরেকটু উন্নতি হলে দেশের বাইরে গিয়ে চিকিৎসক দেখানোর। তামিমের পারিবারিক সূত্র জানিয়েছে, কাল উন্নত চেকআপের জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তিনি।
গত ২৪ মার্চ বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচের আগে হৃদ্রোগে আক্রান্ত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। তাৎক্ষণিক তাঁকে বিকেএসপির কাছের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। ব্লক ধরা পড়ার পর সেখানেই তাঁর হার্টে একটি রিং পরানো হয়।
আরও পড়ুনবাংলাদেশ দলে এবার মুম্বাই ইন্ডিয়ানসের কোচ৫১ মিনিট আগেপরদিন পারিবারিক সিদ্ধান্তে তামিমকে আনা হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে। সেখানে কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর ২৮ মার্চ তিনি বাসায় ফিরে যান। এরপর থেকে বাসাতেই আছেন তামিম। তবে পারিবারিকভাবে তখনই সিদ্ধান্ত হয়েছিল, শারীরিক অবস্থার আরও উন্নতি হলে তাঁকে উন্নত পরীক্ষা–নিরীক্ষার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে।
তামিম এখন অনেকটাই ভালো আছেন