৭ ম্যাচ বাকি থাকতেই সাউথাম্পটনের অবনমন
Published: 6th, April 2025 GMT
ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) থেকে আনুষ্ঠানিকভাবে অবনমিত হলো সাউথাম্পটন। রবিবার (৬ মার্চ) টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে যায় তারা। ফলে আগামী মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলতে হবে সাউথাম্পটনকে।
ঘরের মাঠ টটেনহ্যাম স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটেই ফুলব্যাক স্পেসের অ্যাসিস্ট থেকে স্বাগতিকদের এগিয়ে দেন উইঙ্গার ব্রেনান জনসন। বিরতির আগে ৪২ মিনিটে জেমস ম্যাডিসনের পাস থেকে নিজের ও দলের গোল সংখ্যা দ্বিগুণ করেন জনসন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ম্যাথুজ ফের্নান্দেজ সাউথাম্পটনের হয়ে একটি গোল শোধ করেন। তবে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মাতেস তেল পেনাল্টি থেকে গোল করে সফরকারীদের কফাইন শেষ পেরেক ঠুকে দেন।
ইপিএলের ৩১তম রাউন্ডের খেলা শেষে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে আছে স্পার্স। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচ থেকে মাত্র ১০ পয়েন্ট অর্জন করেছে সাউথাম্পটন। ইপিএলের ইতিহাসে ৭ ম্যাচ হাতে রেখে রেলিগেটেড হয়ে যাওয়া প্রথম দলও তারা।
ঢাকা/নাভিদ/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই জয়ের স্বাদ পেলেন নাসির
আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গ করায় দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নাসির হোসেন। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে তার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল। ছয় মাসের স্থগিত সাজা ছিল। ওই নিষেধাজ্ঞা কাটিয়ে সোমবার ডিপিএলের ম্যাচ দিয়ে স্বীকৃত ক্রিকেটে ফেরেন নাসির। মাঠে ফিরেই ৮ উইকেটের বড় জয়ের স্বাদ পেয়েছেন ডানহাতি এই স্পিন অলরাউন্ডার।
নিষেধাজ্ঞা মুক্ত হওয়া নাসির ডিপিএলে রূপগঞ্জ টাইগার্সে নাম লিখিয়েছেন। দলটি অবনমনের শঙ্কায় আছে। রাউন্ড রবিন গ্রুপে হাতে তিন ম্যাচ বাকি আছে তাদের। অন্তত দুটিতে জিতলে অবনমন থেকে বাঁচতেও পারে রূপগঞ্জ টাইগার্স। যার প্রথমটিতে জয় পেয়েছে দলটি।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রূপগঞ্জ এদিন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নামে। গাজী গ্রুপ শুরুতে ব্যাট করে ৪২.১ ওভারে ১৫৯ রানে অলআউট হয়। নাসির প্রথম ওভারেই বল হাতে নেন। ১০ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। রূপগঞ্জের হয়ে মহিউদ্দিন তারেক ২৮ রানে ৩ উইকেট নেন। হাবিব মেহেদী ও ফয়সাল দুটি করে উইকেট নেন।
জবাবে নেমে রূপগঞ্জ ৩৩.৩ ওভারে জয় তুলে নেয়। দলটির হয়ে ওপেনার আব্দুল মজিদ ৫৩ রান করেন। অমিত মজুমদার ৯৮ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। নাসির তিনে ব্যাট করতে নেমে ৯ রান করে আউট হন।
নাসিরের ক্রিকেটে ফেরা নিয়ে বিসিবি এক বার্তায় জানিয়েছে, নাসির ক্রিকেটে ফিরতে সব শর্তপূরণ করেছেন। আইসিসির দুর্নীতি বিরোধী শিক্ষা সেশনে অংশ নিয়েছেন। যেটা তার ক্রিকেটে ফেরার পথ খুলে দিয়েছে। এর আগে নাসির জানান, আবাহনীতে নাম লেখানোর সুযোগ থাকলেও নিয়মিত ম্যাচ খেলার কথা চিন্তা করে তিনি রূপগঞ্জ টাইগার্সে যোগ দিয়েছেন।