বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ‘জুলাই বীর’ রুবেলের পাশে দাঁড়িয়েছেন মানবিক সহায়তা নিয়ে দাঁড়ালেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে রুবেলের হাতে অর্থ সহায়তার ২০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক। 

এ সময় রুবেল আবেগপ্লাবুত হয়ে বলেন, রুবেল বলেন, এর আগে আমি তিনবার এখানে এসেও কোনো সাহায্য পাইনি। কিন্তু আজ যখন প্রথমবার জেলা প্রশাসকের সঙ্গে দেখা করি তিনি আমার কষ্টের কথা শুনেই ২০ হাজার টাকা অনুদান দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। আমি খুব খুশি। এই টাকা আমার আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।

তিনি আরও বলেন, ডিসি স্যার দারুণ ভালো মানুষ। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আরও বড় হন, আরও অনেক অসহায়ের পাশে দাঁড়াতে পারেন।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, জুলাই বীর রুবেলের মতো সাহসী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বৈষম্যবিরোধী আন্দোলনের কারণেই আমরা আজকের নতুন বাংলাদেশ পেয়েছি।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে জাতীয় জুডো খেলোয়াড় রুবেল ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজপথে নামেন। এদিন চাষাড়া অভিমুখে মিছিলের সময় নারায়ণগঞ্জের হেরিটেজ স্কুলের সামনে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। 

গুলিটি তার বাম চোখ, মাথা ও শরীরে বিদ্ধ হয়। এ ঘটনার পর প্রথমে তাকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তার চোখে অস্ত্রোপচার হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিএমএইচ-এ। সেখানে তার মস্তিস্কে জটিল অস্ত্রোপচার হয়।

রুবেল আগে পূবালী ব্যাংকে মার্কেটিং বিভাগে কাজ করতেন। আহত হওয়ার পর গত ছয় মাস ধরে তিনি বেকার। অনেকবার বিভিন্ন দপ্তরে ঘুরে সাহায্যের আবেদন করলেও কেউ তার পাশে দাঁড়ায়নি।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

কোকোর শ্বাশুড়ির মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের শোক 

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ির  এসইউএফ মুকরেমা রেজা (৭১) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

এক শোক বার্তায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমে মরহুমার বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

দোয়া করি আল্লাহ যেন তার জীবনের সকল ভুলত্রুটি ও গুনা মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার বাদ আসর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে মরহুমার জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়।

মরহুমার বয়স হয়েছিল ৭১ বছর। তার দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। তিনি বেশ কিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • রেজা রিপনের ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
  • আলী রেজা রিপনের মৃত্যু নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’র শোক
  • সাংবাদিক রবিনের শাশুড়ির ইন্তেকালে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র শোক  
  • সাংবাদিক রবিনের শাশুড়ির ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
  • সম্প্রীতির মাধ্যমে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে : ডিসি জাহিদুল
  • নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
  • ‘শেখ হাসিনার প্রিয় গডফাদার ছিলেন শামীম ওসমান’
  • নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও নৌ-ভ্রমণ
  • কোকোর শ্বাশুড়ির মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের শোক