ফিলিস্তিনের প্রতি রবি শিক্ষার্থীদের সংহতি
Published: 6th, April 2025 GMT
ফিলিস্তিনের স্বাধীনতা ও গাজায় নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানিয়ে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) শিক্ষার্থীরা।
রবিবার (৬ এপ্রিল) পৃথক বিবৃতিতে অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত জানিয়েছেন।
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, গাজা আজ পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানবিক বিপর্যয়ের সাক্ষী। ইজরায়েলি সরকারের লাগাতার হামলায় প্রতি মুহূর্তে ঝরে পড়ছে শত শত নিষ্পাপ প্রাণ। ধ্বংসস্তূপের নিচে কাতর শিশুদের কান্না, ভেঙে পড়া পরিবার এবং স্বাস্থ্যকর্মীদের ওপর চালানো হামলা বিশ্ব বিবেককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। অথচ, মুসলিম বিশ্বের পরাশক্তিদের এবং মানবতার ধারক আন্তর্জাতিক সংগঠনগুলোর নির্বিকার ভূমিকা চরম হতাশাজনক।
আরো পড়ুন:
‘ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা এড়াতে পারব?’
গাজায় স্বাস্থ্যকর্মী হত্যার ঘটনায় ভুল স্বীকার করল ইসরায়েল
শিক্ষার্থীরা মনে করেন, এ মুহূর্তে নিরবতা মানেই সহিংসতার পক্ষে অবস্থান নেওয়া। তারা গাজায় চলমান গণহত্যা এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের ঘোষণা করেন।
‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’-এই বৈশ্বিক কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন ঘোষণা করেন।
ঢাকা/হাবিবুর/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দমদমিয়া আলোর পাঠশালায় গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নিলেন ইউএনও
দুপুরবেলা বিদ্যালয়ে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এরপর শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলাপে মেতে ওঠেন তিনি। শিক্ষার্থীদের শিক্ষামূলক নানা প্রশ্নোত্তরে জমে ওঠে সেই আলাপ। গতকাল রোববার কক্সবাজারের টেকনাফের হ্নীলার দমদমিয়া আলোর পাঠশালায় দেখা যায় এমন চিত্র।
গতকাল দুপুরে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়টি পরিদর্শনে যান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তাঁর সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবীবুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় তাঁদের অভ্যর্থনা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেশ কান্তি কানু, সহকারী শিক্ষক মোহাম্মদ জুনায়েদ, সৈয়দ নুর, আমানুল্লাহ, রবিউল আলম প্রমুখ।
পরিদর্শনকালে বিদ্যালয়ের মাঠ, বিদ্যমান ভবন, নির্মাণাধীন একটি ভবন ঘুরে দেখেন শেখ এহসান উদ্দিন। এ সময় শিক্ষার্থীদের জন্য খেলার সরঞ্জাম এবং বিদ্যালয়ের জন্য অনুদানের আশ্বাস দেন তিনি।
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে নাফ নদীর তীর–সংলগ্ন দমদমিয়ার গরিব শিক্ষার্থীদের জন্য ২০২০ সাল থেকে আলোর পাঠশালাটি পরিচালনা করে আসছে প্রথম আলো ট্রাস্ট। বিদ্যালয়টিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১৫০ জনের মতো।
বিদ্যালয়টি পরিদর্শনের সময় ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দমদমিয়া আলোর পাঠশালা। প্রথম আলো ট্রাস্টের এমন উদ্যোগ প্রশংসনীয়।