ফিলিস্তিনের প্রতি রবি শিক্ষার্থীদের সংহতি
Published: 6th, April 2025 GMT
ফিলিস্তিনের স্বাধীনতা ও গাজায় নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানিয়ে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) শিক্ষার্থীরা।
রবিবার (৬ এপ্রিল) পৃথক বিবৃতিতে অর্থনীতি ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত জানিয়েছেন।
বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, গাজা আজ পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানবিক বিপর্যয়ের সাক্ষী। ইজরায়েলি সরকারের লাগাতার হামলায় প্রতি মুহূর্তে ঝরে পড়ছে শত শত নিষ্পাপ প্রাণ। ধ্বংসস্তূপের নিচে কাতর শিশুদের কান্না, ভেঙে পড়া পরিবার এবং স্বাস্থ্যকর্মীদের ওপর চালানো হামলা বিশ্ব বিবেককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। অথচ, মুসলিম বিশ্বের পরাশক্তিদের এবং মানবতার ধারক আন্তর্জাতিক সংগঠনগুলোর নির্বিকার ভূমিকা চরম হতাশাজনক।
আরো পড়ুন:
‘ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা এড়াতে পারব?’
গাজায় স্বাস্থ্যকর্মী হত্যার ঘটনায় ভুল স্বীকার করল ইসরায়েল
শিক্ষার্থীরা মনে করেন, এ মুহূর্তে নিরবতা মানেই সহিংসতার পক্ষে অবস্থান নেওয়া। তারা গাজায় চলমান গণহত্যা এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের ঘোষণা করেন।
‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’-এই বৈশ্বিক কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন ঘোষণা করেন।
ঢাকা/হাবিবুর/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইসরায়েলের একজন অসাধারণ বন্ধু ট্রাম্প: নেতানিয়াহু
হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্প ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের একজন অসাধারণ বন্ধু হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করার বিষয়ে কাজ করার কথা জানান।
ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিক এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নি তারা কথা বলেছেন। তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা হচ্ছে।
তিনি বলেন, হামাসের হাতে জিম্মি বাকি ইসরায়েলিদের মক্তি চায় যুক্তরাষ্ট্র। এ জন্য আরেকটি চুক্তি নিয়ে কাজ চলছে।