গাজায় ক্রমবর্ধমান ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার বিশ্বব্যাপী ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

রবিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যখন গাজা ইসরায়েলি আগ্রাসনে পুড়ছে, তখন আমরা আর নীরব থাকতে পারি না। গণহত্যা, বিমান হামলা, ক্ষুধা ও ধ্বংসযজ্ঞ—এসব বিচ্ছিন্ন যুদ্ধাপরাধ নয়, বরং একটি জেনোসাইডের স্পষ্ট নিদর্শন। ঘরবাড়ি, হাসপাতালসহ গোটা পরিবার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। অথচ বিশ্ব নির্বিকার।

আরো পড়ুন:

জাবিতে মেট্রোরেলের স্টেশন দাবি শিবিরের 

হোয়াটস অ্যাপে জাবি উপাচার্যের ছবি ব্যবহার করে আপত্তিকর বার্তা

বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা গাজার নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এবং ন্যায়বিচারের দাবি জানাতে গ্লোবাল স্ট্রাইকে অংশ নিচ্ছি। আগামীকাল সোমবার (৭ এপ্রিল) আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমস্ত ক্লাস, পরীক্ষা ও ল্যাব থেকে বিরত থাকব।

ঢাকা/আহসান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ইসরায়েলি গণহত্যা বন্ধে শিবির ও ছাত্রদলে পৃথক কর্মসূচি

গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এছাড়া ছাত্রদলের পক্ষ থেকেও বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সাদ্দাম সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গাজায় নির্বিচারে বোমা হামলা ও গণহত্যা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলার লক্ষ্যে ঘোষিত কর্মসূচিগুলোতে ছাত্রসমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।

আরো পড়ুন:

ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল ঢাবি

ইসরায়েলেরর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৬ দাবি আগ্রাসনবিরোধীদের

শিবিরের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ৭ এপ্রিল বৈশ্বিক ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন এবং সর্বস্তরে অফিস-আদালত বন্ধ রাখার আহ্বান; ৮ এপ্রিল দেশের সব মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ৯ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনের ছাদে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে ‘সলিডারিটি উইথ প্যালেস্টাইন’ কর্মসূচি পালন।

বাকি কর্মসূচির মধ্যে রয়েছে- ১০ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দেশের দূতাবাসে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি প্রদান; ১১ এপ্রিল জেলা পর্যায়ে ‘ম্যাস মুভমেন্ট’ কর্মসূচি পালন; ৭ থেকে ১৩ এপ্রিল সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইন ‘ ইকোস অব গাজা’ কর্মসূচি পরিচালনা।

অন্যদিকে, আগামীকাল মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় গাজা ও রাফায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এছাড়া, সকাল সাড়ে ১০টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • মানবতার ফেরিওয়ালা জাতিসংঘ নীরব ভূমিকা পালন করছে: জামায়াত নেতা নুরুল ইসলাম
  • সম্মিলিত প্রতিবাদ অব্যাহত থাকুক
  • গাজায় গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ
  • ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ইসরায়েলি গণহত্যা বন্ধে শিবির ও ছাত্রদলে পৃথক কর্মসূচি
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইআইটিতে মাস্টার্স, আবেদন করুন দ্রুত
  • গাজায় হামলার প্রতিবাদ, ক্লাস-পরীক্ষা হচ্ছে না বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে
  • ঘরের চালায় ঢিল দিতে বাধা দেওয়ার জের, টেঁটাবিদ্ধ হয়ে নারীর মৃত্যু
  • নাসিরনগর বিএনপিতে গৃহদাহ