ঈদ আয়োজনের শেষ দিনে ৩১ নাটক ও ৩ টেলিছবি
Published: 6th, April 2025 GMT
সাতদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। এসব আয়োজনের মধ্যে নাটক টেলিছবির আধিক্যই বেশী। আজ ঈদ আয়েজনের শেষ দিনে ৯ টি বেসরকালী টেলিভিশন চ্যানেলে ৩২ টি নাটক ও ২টি টেলিছবি প্রচার হবে।
এটিএন বাংলায় আজ রাতে প্রচার হবে নাটক নাটক ‘সমস্যা কী?’,‘স্মার্ট গার্ল’,‘ভালোবাসার কাছে ফেরা’,‘মেঘের বৃষ্টি’, ও ‘গরিবের বন্ধু’। চ্যানেল আইয়ে প্রচার হবে
নাটক ‘জালিয়াত’,ও ‘বলো ভালোবাসি’।
এনটিভিতে থাকছে নাটক ‘রূপবানের প্রেম’,‘প্রেম আমার’,‘প্রণয় ফাল্গুনে’, ও ‘সন্ধ্যায় সমাধান’,আরটিটিতে প্রচার হবে নাটক ‘দুই জীবন’,‘ কাছাকাছি পাশাপাশি’,‘এক্সকিউজ মি প্লিজ’,‘হেলিকপ্টার’,ও ‘মোবাইল মফিজ।
বাংলাভিশনে প্রচার হবে টেলিছবি ‘তাসের ঘর’, নাটক ‘ছেলেটা পাগল পাগল’,‘টিম আফ্রিকা’,‘মানি মাচের্ন্ট’,‘চার কুতুব’,‘বালক বালিকা’,‘হিটার’’, ও ‘ফান্দে পড়িয়া বগা কান্দে’,। বৈশাখী টিভিতে থাকছে নাটক ‘ব্ল্যাক মানি’ ,‘মানি লোকের মান’,‘শাশুড়ির বিয়ে’‘লন্ডনী জামাই’,‘অকর্মা’,‘ট্রাক ড্রাইভার’,‘আমার কোন গার্লফ্রেন্ড নাই’,ও ‘ভাগ্যবিবি’। মাছরাঙা টিভিতে প্রচার হবে নাটক ‘বিয়ের জ্বালা’,‘অভ্যাস’,‘মধুমালা’, ‘ব্রেকিং নিউজ’ ও টেলিছবি ‘লাভ ইউ টিচার’।
নাগরিক টিভিতে রয়েছে নাটক ‘গুজবে কান দেবেন না’। দুরন্ত টিভিতে থাকছে নাটক ‘হৈ হৈ হল্লা’।
#####
উৎস: Samakal
কীওয়ার্ড: ট ভ ন টক
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের জিলংয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী তীর্থ বিশ্বাস (৩২) নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে আটটায় হ্যামিলটন হাইওয়ে–সংলগ্ন ব্যারুনাহ প্লেইনস এলাকায় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভিক্টোরিয়া পুলিশ সূত্রে জানা যায়, ডেকিন বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তীর্থ বিশ্বাস জিলংয়ের নর্লেন এলাকার বাসিন্দা ছিলেন। তিনি এক বছর আগে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় আসেন। তাঁর স্ত্রী ঋতিকা চৌধুরী গত ফেব্রুয়ারিতে স্পাউস ভিসায় অস্ট্রেলিয়ায় পৌঁছান।
তীর্থের পারিবারিক বন্ধু ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম সোহেল বলেন, নিহতের পরিবার চট্টগ্রাম শহরের বাসিন্দা। তাঁর বাবা চন্দন বিশ্বাস চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য।
এ বছর ভিক্টোরিয়ার সড়কে এ পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের একই সময়ের সমান। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। ড্যাশক্যাম (গাড়ির ভিডিও রেকর্ডার) ফুটেজ সংগ্রহ করেছে। কেউ কিছু জানলে তথ্য দিতে অনুরোধ করেছে।
তীর্থ বিশ্বাসের মৃত্যুর ঘটনায় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি গভীর শোক প্রকাশ করেছে। নিহতের সৎকার ও পরিবারকে সহায়তা করতে স্থানীয় কমিউনিটি সদস্যরা এগিয়ে এসেছেন।