সাতদিনব্যাপী অনুষ্ঠানমালার  আয়োজন  করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। এসব আয়োজনের মধ্যে নাটক টেলিছবির আধিক্যই বেশী। আজ ঈদ আয়েজনের শেষ দিনে ৯ টি বেসরকালী টেলিভিশন চ্যানেলে ৩২ টি নাটক ও ২টি টেলিছবি প্রচার হবে। 

এটিএন বাংলায় আজ রাতে প্রচার হবে নাটক নাটক ‘সমস্যা কী?’,‘স্মার্ট গার্ল’,‘ভালোবাসার কাছে ফেরা’,‘মেঘের বৃষ্টি’, ও ‘গরিবের বন্ধু’। চ্যানেল আইয়ে প্রচার হবে
 নাটক ‘জালিয়াত’,ও ‘বলো ভালোবাসি’।

এনটিভিতে থাকছে নাটক ‘রূপবানের প্রেম’,‘প্রেম আমার’,‘প্রণয় ফাল্গুনে’, ও ‘সন্ধ্যায় সমাধান’,আরটিটিতে প্রচার হবে নাটক ‘দুই জীবন’,‘ কাছাকাছি পাশাপাশি’,‘এক্সকিউজ মি প্লিজ’,‘হেলিকপ্টার’,ও ‘মোবাইল মফিজ।  

বাংলাভিশনে প্রচার হবে টেলিছবি ‘তাসের ঘর’,  নাটক ‘ছেলেটা পাগল পাগল’,‘টিম আফ্রিকা’,‘মানি মাচের্ন্ট’,‘চার কুতুব’,‘বালক বালিকা’,‘হিটার’’, ও ‘ফান্দে পড়িয়া বগা কান্দে’,।  বৈশাখী টিভিতে থাকছে নাটক ‘ব্ল্যাক মানি’ ,‘মানি লোকের মান’,‘শাশুড়ির বিয়ে’‘লন্ডনী জামাই’,‘অকর্মা’,‘ট্রাক ড্রাইভার’,‘আমার কোন গার্লফ্রেন্ড নাই’,ও ‘ভাগ্যবিবি’। মাছরাঙা টিভিতে প্রচার হবে নাটক ‘বিয়ের জ্বালা’,‘অভ্যাস’,‘মধুমালা’, ‘ব্রেকিং নিউজ’ ও টেলিছবি ‘লাভ ইউ টিচার’।

নাগরিক টিভিতে রয়েছে নাটক ‘গুজবে কান দেবেন না’। দুরন্ত টিভিতে থাকছে নাটক ‘হৈ হৈ হল্লা’। 
##### 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ট ভ ন টক

এছাড়াও পড়ুন:

কারা অধিদপ্তরের পরীক্ষার সূচি প্রকাশ

কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে আবেদনকারী প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার স্থান ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর ঢাকার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্যারেড মাঠে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২ মে এ পরীক্ষা নেওয়া হবে। এই দিন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, শরীয়তপুর ও কিশোরগঞ্জ জেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুনবিসিএসে নতুন সিলেবাস, ভারত–শ্রীলঙ্কা–সিঙ্গাপুরের চাকরির পরীক্ষার সিলেবাস নিয়ে কাজ করছে পিএসসি৭ ঘণ্টা আগেপরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে হবে। প্রবেশপত্রের প্রিন্টেড (রঙিন) এক কপি পরীক্ষা বোর্ডের কাছে জমা দিতে হবে।

জাতীয় পরিচয়পত্রের রঙিন কপি বা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি সঙ্গে রাখতে হবে। পুরুষ প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য হাফপ্যান্ট ও গেঞ্জি সঙ্গে আনতে হবে।

নারী প্রার্থীদের শাড়ি ব্যতীত সুবিধাজনক পোশাক পরে আসতে হবে। পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ পরীক্ষার মাঠে প্রবেশ করতে পারবে না। মুঠোফোন, ইলেকট্রনিক ডিভাইস ও অন্যান্য মূল্যবান দ্রব্য নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না।

শুধু শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?৭ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ