মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণ, উড়ে গেল বাংলাদেশি জেলের পা
Published: 6th, April 2025 GMT
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক জেলের ডান পা বিচ্ছিন্ন হয়ে উড়ে গেছে। রোববার দুপুর একটার দিকে সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে তোতারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত জেলের নাম মোহাম্মদ ফিরোজ ওরফে ফিরোজ আলম (৩০)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতলী এলাকার মো.
এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, দুপুরে শূন্য লাইন থেকে আনুমানিক ১০০ গজ মিয়ানমারের অভ্যন্তরে তোতারদিয়া এলাকায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ ফিরোজ নামের একজন বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন হয়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিএম পোস্ট এলাকা দিয়ে বাংলাদেশে এনে চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ট কন ফ
এছাড়াও পড়ুন:
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জুডিশিয়াল সার্ভিস এবং লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের
ফিলিস্তিনের গাজা-রাফাসহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ, বোমাবর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের। পৃথক বিবৃতিতে সংগঠন দুটি এ নিন্দা জানায়।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম গতকাল সোমবার এক বিবৃতি দেন। সেখানে গাজায় আহত এবং বাস্তুচ্যুতদের জন্য মানবিক সহায়তার পাশাপাশি এই সংকটের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। ফিলিস্তিনিদের রক্ষায় কার্যকর ভূমিকা রাখার জন্য জাতিসংঘ, ওআইসি, আরব লিগসহ সব মানবাধিকার সংগঠনের প্রতি জোরালো আবেদন জানান তাঁরা।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই আগ্রাসনে প্রায় হাজারো নিরীহ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও যুদ্ধবিধির সব নীতিকে পদদলিত করে ইসরায়েল ও তার মিত্ররা এই গণহত্যা চালিয়ে যাচ্ছে, অথচ বিশ্বসম্প্রদায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
অন্যদিকে আজ মঙ্গলবার বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম শাফায়েত হোসেনের সই করা অপর বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের সঙ্গে অ্যাসোসিয়েশন একাত্মতা প্রকাশ করে। সেই সঙ্গে অবিলম্বে ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ করে নৃশংসতার জন্য দায়ী যুদ্ধাপরাধীদের আন্তর্জাতিক আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আহ্বান জানানো হয়। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখতে বিশ্বনেতৃত্বকে আহ্বান জানায় অ্যাসোসিয়েশন।