ভারতের পার্লামেন্টে পাস হওয়া বিতর্কিত ওয়াক্‌ফ বিল মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানিয়েছেন।

ওয়াক্ফ বিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রেজাউল করীম বলেন, এটি ভারতের সংবিধানবিরোধী এবং ফেডারেল কাঠামোর পরিপন্থী। বিলটি ভারতের মুসলমানদের আরও ক্ষমতাহীন ও নিরাপত্তাহীন করে তুলবে।

ইসলামী আন্দোলনের আমির মনে করেন, ভারতের মুসলমানদের নিঃস্ব করে তাঁদের সম্পত্তিতে সরাসরি হস্তক্ষেপ করার জন্যই ওয়াক্ফ বিল করা হয়েছে। ভারতের লোকসভায় ওয়াক্ফ বিল পাস মানবাধিকারের চরম লঙ্ঘন। এর মাধ্যমে মুসলমানদের প্রতি অবিচার করা হয়েছে। ভারতের এ বিল নতুন করে সংকট সৃষ্টি করবে। এ আইনের মাধ্যমে মুসলিমদের স্বার্থে চরমভাবে আঘাত করা হয়েছে।

রেজাউল করীম বলেন, ভারতের বিভিন্ন বিরোধী দল এবং মুসলমানদের প্রবল বিরোধিতার মুখে পাস হওয়া এই বিল জমি-জিরাতসংক্রান্ত মুসলমানদের শত শত বছর ধরে চলে আসা স্থাবর সম্পত্তির ওপর গুরুতর আঘাত। মুসলমানদের সম্পত্তিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় মোদি সরকার।

চরমোনাই পীর বলেন, এই বিল ভারতের যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল কাঠামোর ওপরও বড় আঘাত এবং মুসলমান জনগোষ্ঠীর ধর্মাচরণের পরিপন্থী। এই বিলের মধ্য দিয়ে রাজ্যের অধিকার খর্ব করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম সলম ন র চরম

এছাড়াও পড়ুন:

জ্বালানি উপদেষ্টার পিএসকে বদলি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

৬ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে হাসনাত মোর্শেদকে কী কারণে উপদেষ্টার একান্ত সচিবের পদ থেকে সরানো হয়েছে, সে বিষয়ে কিছু বলা হয়নি।

বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা হাসনাত মোর্শেদ গত বছরের ১৮ আগস্ট ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন। 

উপদেষ্টাদের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে তাদের একান্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

ওই প্রজ্ঞাপনে বলে দেওয়া হয়, উপদেষ্টা যত দিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, তত দিন পর্যন্ত পিএস পদে থাকবেন।

সম্পর্কিত নিবন্ধ