রাইসুল ইসলাম (৫০) ও সোলায়মান আলী (৪৫) পেশায় ছাগল ব্যবসায়ী। বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল এলাকায়। রোববার সকালে একটি মোটরসাইকেলে দিনাজপুর শহরের বড়বন্দর হাটে ছাগল কিনতে যাচ্ছিলেন। পথে মহারাজার মোড়ে তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে হেলমেট না পরার কারণ জানতে চান দুই সেনাসদস্য। উত্তরে রাইসুল বলেন, ‘স্যার হারা শহরত ঢুকি না। গ্রামোত ঘুরি ঘুরি ছাগল কিনি। আইজ পয়লাবার শহরের হাটত আইসিনো। স্যার হামাক এংনা ছাড়ি দেও।’
রাইসুলের মোটরসাইকেলটি পুরোনো। পেছনে দেখার আয়না নেই, নেই নির্দেশক (ইন্ডিকেটর) বাতি। এমনকি চাবি ছাড়াই মোটরসাইকেলটি চালু করা যায়। সেনাসদস্যদের জিজ্ঞাসাবাদে জানা গেল, মোটরসাইকেলের নিবন্ধন নেই, নেই ইনস্যুরেন্স। সঙ্গে রাইসুলের ব্যক্তিগত লাইসেন্সও নেই। এত সব নেই দেখে ট্রাফিক পুলিশের কাছে তিন হাজার টাকা জরিমানাসহ একটি মামলা খেলেন রাইসুল। পুলিশের জেরার মুখে ততক্ষণে গাল বেয়ে ঘাম ঝরছে তাঁর।
রোববার সকাল সাড়ে নয়টা থেকে বেলা একটা পর্যন্ত রাইসুলের মতো অনেকেই পুলিশ ও সেনাসদস্যদের জেরার মুখে পড়েছেন। শহরের মহারাজা মোড় এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে চেকপোস্ট বসানো হয়। মূলত চিরিরবন্দর উপজেলা থেকে শহরে ঢোকার প্রবেশমুখ মহারাজার মোড়। মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র, চালকের নিবন্ধন, মোটরসাইকেলচালকদের হেলমেট আছে কি না এসব খতিয়ে দেখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যাঁরা ঠিকঠাক কাগজপত্র দেখাচ্ছেন, তাঁরা ছাড় পাচ্ছেন। অন্যরা বিভিন্ন ধারায় মামলা খাচ্ছেন, জরিমানা গুনছেন।
দিনাজপুর সেনা ক্যাম্পের কমান্ডার সাজিবুর রহমান বলেন, সম্প্রতি সড়ক দুর্ঘটনা বেড়েছে। মূলত মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ চলাচল নিশ্চিত ও দুষ্কৃতকারীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে যৌথ বাহিনী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালায়। এটি চলমান কর্মসূচি। ঈদ–পরবর্তী সময়ে তাঁরা কার্যক্রমে বেশি জোর দিয়েছেন।
পুলিশের জেরার মুখে পড়েছেন সুমন চন্দ্র রায় (৪২)। মাথায় হেলমেট নেই। গাড়ির নিবন্ধন নেই। সুমন চন্দ্র বলেন, ‘কয়েক দিন হলো গাড়ি কিনেছি। হেলমেট আছে, গতকালকে অফিসে রেখে আসছি।’ পুলিশ কথা শোনেনি। জরিমানা করেছেন দুই হাজার টাকা। খানিকটা উত্তেজিত হলেন তিনি। পরে ওই পুলিশ সদস্য গাড়ি থানায় নেওয়ার হুমকি দিলে অগত্যা জরিমানার স্লিপ নিয়ে দ্রুত প্রস্থান করেন।
মাথায় হেলমেট নেই কেন প্রশ্নের জবাবে আব্দুস সালাম নামের মধ্যবয়সী একজন পুলিশকে উত্তরে বলেন, ‘খুব গরম বা। হেলমেটটা মাথাত রাখা যাওছে না। গাড়িত ঝুলে রাখেছি।’
পালসার মোটরসাইকেল নিয়ে মহারাজা মোড় গলির মুখে আসতেই গাড়ি ঘোরানোর চেষ্টা করলেন সাব্বির হোসেন (২৮)। তাঁর মাথায়ও হেলমেট নেই। সাব্বিরের উত্তর ‘এইখানেই বাড়ি, একটু কাজে বের হয়েছি। তাই হেলমেট নেওয়া হয়নি।’ কথা বলতে বলতেই মুঠোফোনে কাকে যেন ফোন করার চেষ্টা। পুলিশ তাঁকে জানায়, ফোন করে লাভ নেই। নিজের ভালোমন্দটা বোঝার চেষ্টা করেন। পরে অবশ্য পুলিশ তাঁকে ছেড়েও দেয়।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকরাম চৌধুরী বলেন, কমবেশি প্রতিদিনই তাঁরা সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিতরণ, মাইকে প্রচারণা ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেন। বিশেষ করে শহরের প্রবেশমুখ মহারাজা মোড়, কলেজ মোড়, বালুয়াডাঙ্গা, পুলহাট, ফুলবাড়ী বাসস্ট্যান্ড, মেডিকেল কলেজ এলাকায় নিয়মিত তল্লাশিচৌকি বসানো হয়। গত এক মাসে ট্রাফিক আইনে বিভিন্ন মামলায় প্রায় ২৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিনিয়র স্টাফ নার্সের মৌখিক পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ১০ম গ্রেডের ‘সিনিয়র স্টাফ নার্স’ পদের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনে (আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা) অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা ২৭ এপ্রিল থেকে শুরু হয়েছে। মৌখিক পরীক্ষা শেষ হবে ২২ মে’তে। বিভিন্ন কারণে যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, সেই তালিকাও প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
সিনিয়র স্টাফ নার্সের সংশোধিত সূচি.pdfডাউনলোডআরও পড়ুনবিসিএসে নতুন সিলেবাস, ভারত–শ্রীলঙ্কা–সিঙ্গাপুরের চাকরির পরীক্ষার সিলেবাস নিয়ে কাজ করছে পিএসসি১০ ঘণ্টা আগেমৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীদের করণীয় সম্পর্কেও জানিয়েছে পিএসসি। এগুলোর মধ্য অন্যতম—
শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের মূল কপি দাখিল করতে হবে, উল্লিখিত সনদ/কাগজপত্রের মূল কপি ছাড়া মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মূল আবেদনপত্র অর্থাৎ BPSC Form 5A ( Applicant's Copy) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিম্নোক্ত কাগজপত্র/তথ্যাদির ০১ সেট মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে : ক. পরীক্ষার প্রবেশপত্র ২ (দুই) কপি; খ. BPSC Form 5A (Applicant's Copy) ০২ (দুই) কপি; গ. সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি প্রভৃতি।
মৌখিক পরীক্ষার সংশোধিত সূচি দেখুন এখানে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের১ ঘণ্টা আগে