বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং হামাস ঘোষিত ‘ওয়ার্ল্ড ওয়াইড জেনারেল স্ট্রাইক’ আহ্বানকে পূর্ণ সমর্থন ও সম্মান জানিয়ে এ ঘোষণা দেন তারা।

রবিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পৃথকভাবে বিভিন্ন বিভাগের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বৃষ্টি বলেন, “নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং হামাস ঘোষিত ‘ওয়ার্ল্ড ওয়াইড জেনারেল স্ট্রাইক’ আহ্বানকে পূর্ণ সমর্থন ও সম্মান জানিয়ে আমরা আগামীকাল সোমবার অ্যাকাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম বর্জন করলাম। ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে আমরা সবাই একাত্ম।”

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মিথি সিয়াম বলেন, “বিশ্বজুড়ে হামাস ঘোষিত ‘ওয়ার্ল্ড ওয়াইড জেনারেল স্ট্রাইক’ এর প্রতি সম্মান ও পূর্ণ সমর্থন জানিয়ে এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে, আগামীকাল সোমবার অর্থনীতি বিভাগের ১৫তম আবর্তনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম স্থগিত থাকবে। আমরা ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের পাশে আছি। সংগ্রামী মানুষের প্রতি আমাদের অটল সংহতি।”

ঢাকা/সাজ্জাদ/মেহেদী

.