আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল
Published: 6th, April 2025 GMT
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। বার কাউন্সিলরের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ৬২৭ জন।
এ বিষয়ে রোববার সাংবাদিকদের বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) বলেন, আগামী ২৫ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষার আগে বার কাউন্সিলের ওয়েবসাইটে পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।’
প্রসঙ্গত, একজন আইনের শিক্ষার্থীকে আইনজীবী হতে হলে বার কাউন্সিলের তিন ধাপের পরীক্ষা অর্থাৎ এমসিকিউ, রিটেন ও ভাইভায় কৃতকার্য হতে হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আইনজ ব এমস ক উ আইনজ ব পর ক ষ
এছাড়াও পড়ুন:
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। বার কাউন্সিলের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই দিন শুক্রবার বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।
এমসিকিউ পরীক্ষার রোল নম্বরভিত্তিক পরীক্ষাকেন্দ্রের তালিকা (সিট প্ল্যান) ও অনলাইনে প্রবেশপত্র পাওয়ার তথ্য পরবর্তী সময়ে যথাসময়ে বার কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পরীক্ষাসংক্রান্ত সব বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অনিবার্য যেকোনো পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণের এই ঘোষিত তারিখ/সময়/শিডিউল পরিবর্তন করার এখতিয়ার এনরোলমেন্ট কমিটি সংরক্ষণ করে।