মৌসুমের শেষ ম্যানচেস্টার ডার্বির মঞ্চ প্রস্তুত। যেখানে রবিবার (৬ মার্চ) রাত সড়ে ৯টায় ওল্ড ট্র্যাফোর্ডে সিটিকে আতিথ্য দেবে ইউনাইটেড। দুটি দলই ভিন্ন পরিস্থিতিতে একে অপরের বিপক্ষে নামছে।

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) পয়েন্ট টেবিলে বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছে পেপে গার্দিওলার ম্যানসিটি। লন্ডনের ক্লাব চেলসির চেয়ে এক পয়েন্ট পিছনে রয়েছে ম্যানচেস্টারের ব্লু’রা। চেলসি যদি ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট হারায় এবং সিটি তাদের নগর প্রতিদ্বন্দ্বীদের হারাতে পারে, তাহলে আবারও ইপিএলের শীর্ষ চারে উঠে যাবে গার্দিওলার দল।

অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে ইপিএলের ১৩তম স্থানে অবস্থান করছে। শীর্ষ দশে প্রবেশ করতে গেলে, তাদের কঠিন এক যাত্রা মোকাবেলা করতে হবে। রেড ডেভিলরা তাদের শেষ চারটি লিগ ম্যাচের দুটিতে জয় পেয়েছে।

আরো পড়ুন:

ম্যানসিটি ছাড়ার ঘোষণা দিলেন ডি ব্রুইন

‘শেষ চারে টিকে থাকার যোগ্যতা, আকাশ থেকে পড়বে না’

এখন পর্যন্ত ১৯৫ বার এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে। যেখানে ইউনাইটেডের ৮০ জয়ের বিপরীতে সিটি জিতেছে ৬১ ম্যাচ। ২০০৮ সালে মালিকানা দুবাইয়ের শেখ মনসুরের কাছে যাওয়ার পরই অবশ্য নগরপ্রতিদ্বন্দীদের সঙ্গে ব্যবধান কমিয়েছে সিটি। ইতিহাদে সর্বশেষ ডার্বিতে সিটিকে ২-১ ব্যবধানে হারিয়েছে রুবেন আমোরিমের ইউনাইটেড।

এই ম্যাচে ইউনাইটেডের লুক শ, জনি এভানস, লিসেন্দ্রো মার্তিনেজ, আমাদ ডায়ালো, কবি মাইনুকে পাচ্ছে না। তবে রেড ডেভিলদের দলে নেই কোন কার্ড জটিলতা। অন্যদিকে ম্যানসিটির রদ্রি চটের কারণে গোটা মৌসুমের জন্যই বাইরে। তাছাড়া অস্কার বব, ম্যানুয়েল আকানজি, জন স্টোনস, নাথান আকে এবং আর্লিং হালান্ড।

ম্যাচের আগে ইউনাইটেডের পর্তুগিজ কোচ আমোরিম বলেন, “আমার মনে হয়, আমাদের ম্যানচেস্টার সিটির চেয়ে বড় সমস্যা আছে। তারা সেই সময়ে কিছু সমস্যায় ভুগছিল, কিন্তু এখন তারা উন্নতি করেছে। তারা বিভিন্ন উপায়ে খেলতে পারে।”

ইউনাইটেড বস মেনে নিলেন যে, প্রতিপক্ষ কোচ এবং খেলোয়াড়রা বেশ এগিয়ে। তবে এই পর্তুগিজ কোচ সেসব নিয়ে মাথা ঘামাতে চান না। নিজ দলের উন্নিই এখন তার লক্ষ্য।

আমোরিম বলেন, “এটা বুঝা খুব কঠিন যে, তারা আমাদের বিপক্ষে কিভাবে খেলবে। তাদের কাছে বিশ্বের সেরা কোচ রয়েছে এবং শীর্ষমানের খেলোয়াড় রয়েছে। তাই এটি কঠিন প্রতিদ্বন্দ্বীতা হতে যাচ্ছে। কিন্তু আমি যা বলেছি, আমি আমার দলের উন্নতি নিয়ে ব্যস্ত ছিলাম যে, আমি সিটির উন্নতির বিষয়ে চিন্তা করছি না।”

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম র ম

এছাড়াও পড়ুন:

‘প্রত্নকথা’ বইয়ের মোড়ক উন্মোচন তিন উপদেষ্টার

মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত ভ্রমণ বই ‘প্রত্নকথা’র মোড়ক উন্মোচন করলেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলার উন্নয়ন-সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা শেষে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর উপস্থিতিতে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
ভ্রমণ বইটি প্রকাশনার বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত বলেন, 
তিনি অত্যন্ত আনন্দিত যে, জেলা প্রশাসনের উদ্যোগে প্রত্ননগরী খ্যাত মুন্সীগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখা, জেলার পর্যটনকে সমৃদ্ধ করা ও আগামী প্রজন্মের কাছে এগুলোকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এ ধরনের একটি ভ্রমণ বই প্রকাশ করতে পেরেছেন।
ভ্রমণ বইটিতে মুন্সীগঞ্জের প্রত্নতাত্ত্বিক ও দর্শনীয় ৬২টি স্থানের সচিত্র বর্ণনা, অবস্থান, ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরা হয়েছে। দেশি-বিদেশি পর্যটকের কথা বিবেচনায় বইটির সব তথ্য 
এবং বর্ণনা বাংলা ও ইংরেজি উভয় ভাষায় 
লিখিত হয়েছে। 
বইটি সম্পাদনা করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ। তিনি জানান, বইটি মূলত দেশি-বিদেশি পর্যটকের জন্য মুন্সীগঞ্জ জেলার একটি ভ্রমণ গাইড হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগের সচিব নিজাম উদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মফিদুর রহমান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের  মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম প্রমুখ। 
 

সম্পর্কিত নিবন্ধ