ফেসবুক ও ইনস্টাগ্রামের অনলাইন তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ করবেন যেভাবে
Published: 6th, April 2025 GMT
ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে সে অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ব্যবহারকারীদের অনলাইন কার্যকলাপের বিস্তারিত তথ্য নিয়মিত সংগ্রহ করে থাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। এর ফলে ব্যবহারকারীদের দেখা (ব্রাউজ করা) ওয়েবপেজ, লাইক দেওয়া কনটেন্ট এবং অবস্থানসংক্রান্ত সব তথ্য চলে যায় ফেসবুক ও ইনস্টাগ্রামের কাছে। তবে চাইলেই ফেসবুক ও ইনস্টাগ্রামের সেটিংস পরিবর্তন করে অনলাইন তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধ করা যায়। ফেসবুক ও ইনস্টাগ্রামে অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধের পদ্ধতি দেখে নেওয়া যাক।
ফেসবুকফেসবুকে অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধের জন্য প্রথমে ফেসবুক ফিডের ডান দিকের ওপরে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন নির্বাচন করে সেটিংস–এ ট্যাপ করতে হবে। এবার পরের পৃষ্ঠায় মেটা অ্যাকাউন্টস সেন্টারের নিচে থাকা সি মোর ইন অ্যাকাউন্টস সেন্টার অপশনে ট্যাপ করতে হবে। এরপর স্ক্রল করে ইউর ইনফরমেশনস অ্যান্ড পারমিশনস নির্বাচনের পর নিচে থাকা ইউর অ্যাক্টিভিটি অব মেটা টেকনোলজিস ট্যাপ করতে হবে। এবার ম্যানেজ ফিউচার অ্যাকটিভিটি ট্যাপের পর ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি অপশন নির্বাচন করতে হবে। এরপর কনটিনিউ বাটনে ট্যাপ করে ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি বাটনে পুনরায় ট্যাপ করলেই ফেসবুক আর অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ করবে না।
আরও পড়ুনফেসবুকে ভিডিও নির্মাতাদের আয়ের পথ সহজ হচ্ছে০৫ অক্টোবর ২০২৪ইনস্টাগ্রামইনস্টাগ্রামে অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধের জন্য প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রোফাইল পেজে যেতে হবে। এরপর তিনটি রেখা মেনুতে ট্যাপ করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠায় অ্যাকাউন্টস সেন্টার নির্বাচন করে অ্যাকাউন্ট সেটিংসের নিচে থাকা ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন অপশনে ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় ইউর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস নির্বাচনের পর ম্যানেজ ফিউচার অ্যাকটিভিটিতে ট্যাপ করে ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি ক্লিক করতে হবে।
সূত্র: রিডার্স ডাইজেস্ট
আরও পড়ুনইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর ৮ কৌশল২৩ জুন ২০২৪.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আক্কেলপুরে অটোরিকশার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার একটি মহল্লার নাম শান্তা। পৌরসভার জিরো পয়েন্ট থেকে ওই মহল্লার দূরত্ব মাত্র দেড় কিলোমিটার। ১৫ দিন আগেও ওই পথে ব্যাটারিচালিত রিকশায় জনপ্রতি ভাড়া ছিল পাঁচ টাকা। হঠাৎ করেই ভাড়া দ্বিগুণ অর্থাৎ ১০ টাকা করে আদায় করছেন রিকশা-ভ্যানের চালকেরা।
ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহল্লার তরুণেরা সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবাদ জানিয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে আক্কেলপুর-তিলকপুর সড়কে শান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাঁরা সড়ক অবরোধ করেন। এ সময় প্রায় ৩০ মিনিট সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
পরে পুলিশ আসার পর সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে নেন অবরোধকারীরা। এরপর সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আক্কেলপুর-তিলকপুর সড়কে মহল্লার শান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে। গাছের গুঁড়ির সামনে তরুণেরা দাঁড়িয়ে আছেন। সড়কের দুই পাশে যানবাহন আটকে রয়েছে।
আন্দোলনকারী কয়েকজন বলেন, তাঁরা অটোরিকশা-ভ্যানে পাঁচ টাকা ভাড়ায় চলাচল করতেন। হঠাৎ করেই অটো রিকশা-ভ্যানের ভাড়া পাঁচ টাকা বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। অটোরিকশা-ভ্যানের ভাড়া নিয়ে প্রায় প্রতিদিনই চালকদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হচ্ছে।
মোবাশ্বির হোসেন নামের এক তরুণ বলেন, ‘আমাদের মহল্লায় অটোরিকশা-ভ্যানে চলাচলের পাঁচ টাকার ভাড়া জোর করে ১০ টাকা নেওয়া হচ্ছে। আমরা পাঁচ টাকার বেশি ভাড়া দেব না। এ কারণে আমরা মহল্লার তরুণেরা সবাই সড়ক অবরোধ করেছি। প্রশাসনের লোকজন আসার পর আমরা অবরোধ তুলে নিয়েছি।’
শফিকুল ইসলাম নামের একজন অটোরিকশার চালক বলেন, ‘শান্তা মহল্লায় সরাসরি অটোরিকশা চলাচল করে না। যদি আসন ফাঁকা থাকে, তাহলে শান্তার লোকজনদের অটোরিকশায় নেওয়া হয়। চালকদের কেউ ৫ টাকা আবার কেউ ১০ টাকা ভাড়া দেন। এটা নিয়ে সড়ক অবরোধ করে লোকজনের ভোগান্তি করার কোনো দরকার আছে বলে মনে হয় না।’
এ সম্পর্কে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, সড়ক অবরোধ করার কথা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এরপর তরুণেরা অবরোধ তুলে নিয়েছেন। ভাড়ার বিষয়টি নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।