ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে সে অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শনের জন্য ব্যবহারকারীদের অনলাইন কার্যকলাপের বিস্তারিত তথ্য নিয়মিত সংগ্রহ করে থাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। এর ফলে ব্যবহারকারীদের দেখা (ব্রাউজ করা) ওয়েবপেজ, লাইক দেওয়া কনটেন্ট এবং অবস্থানসংক্রান্ত সব তথ্য চলে যায় ফেসবুক ও ইনস্টাগ্রামের কাছে। তবে চাইলেই ফেসবুক ও ইনস্টাগ্রামের সেটিংস পরিবর্তন করে অনলাইন তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধ করা যায়। ফেসবুক ও ইনস্টাগ্রামে অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধের পদ্ধতি দেখে নেওয়া যাক।

ফেসবুক

ফেসবুকে অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধের জন্য প্রথমে ফেসবুক ফিডের ডান দিকের ওপরে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন নির্বাচন করে সেটিংস–এ ট্যাপ করতে হবে। এবার পরের পৃষ্ঠায় মেটা অ্যাকাউন্টস সেন্টারের নিচে থাকা সি মোর ইন অ্যাকাউন্টস সেন্টার অপশনে ট্যাপ করতে হবে। এরপর স্ক্রল করে ইউর ইনফরমেশনস অ্যান্ড পারমিশনস নির্বাচনের পর নিচে থাকা ইউর অ্যাক্টিভিটি অব মেটা টেকনোলজিস ট্যাপ করতে হবে। এবার ম্যানেজ ফিউচার অ্যাকটিভিটি ট্যাপের পর ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি অপশন নির্বাচন করতে হবে। এরপর কনটিনিউ বাটনে ট্যাপ করে ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি বাটনে পুনরায় ট্যাপ করলেই ফেসবুক আর অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ করবে না।

আরও পড়ুনফেসবুকে ভিডিও নির্মাতাদের আয়ের পথ সহজ হচ্ছে০৫ অক্টোবর ২০২৪ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধের জন্য প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রোফাইল পেজে যেতে হবে। এরপর তিনটি রেখা মেনুতে ট্যাপ করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠায় অ্যাকাউন্টস সেন্টার নির্বাচন করে অ্যাকাউন্ট সেটিংসের নিচে থাকা ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন অপশনে ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় ইউর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস নির্বাচনের পর ম্যানেজ ফিউচার অ্যাকটিভিটিতে ট্যাপ করে ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি ক্লিক করতে হবে।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

আরও পড়ুনইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর ৮ কৌশল২৩ জুন ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট য প করত ট য প কর

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের

অস্বস্তি পরিবেশে স্বস্তি ফেরাতে পারে বাংলাদেশের চট্টগ্রাম টেস্ট জয়। দেশের ক্রিকেটে যা ঘটে যাচ্ছে তাতে অস্বস্তি চারিদিকে। মাঠে পারফরম্যান্স নেই। অথচ মাঠের বাইরে নানা বিতর্কে জর্জরিত ক্রিকেট। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার।

এরপর ঢাকা প্রিমিয়ার লিগে তাওহীদ হৃদয়ের শাস্তি ঘিরে নানা বিতর্ক। এরপর বিসিবির ফান্ড ট্রান্সফার ঘিরে বিতর্ক। তাতে দমকা হাওয়াতে ক্রিকেটাঙ্গন থেকে ক্রিকেটাই হারিয়ে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে।

এসব অস্বস্তি পরিবেশে ক্রিকেটারদের ২২ গজে মনোযোগ রাখার কাজটা কঠিন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে মান বাঁচানোর লড়াইয়ে সেই কঠিন কাজটাই তাদের করতে হবে চট্টগ্রামের ২২ গজে। যে জন্য কঠিন প্রস্তুতি নেওয়ার কথা বললেন বাংলাদেশের কোচ ফিল সিমন্স, ‘‘এই ব্যাপারটি (ঢাকার অস্থিরতা) কোচিং স্টাফ হিসেবে আমাদের নিশ্চিত করার চেষ্টা করতে হবে যে, ওরা যেন এসব থেকে দূরে থাকে, মনোযোগে যেন ব্যাঘাত না ঘটে, বাইরের এসব আলোচনার কথা আপনি বলছেন…। আমরা একটি টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছি। আগামীকালের আগে আজকে সন্ধ্যায় আমাদের চূড়ান্ত মিটিং যখন হবে, তখন এই ব্যাপারটিতে গুরুত্ব দিতে হবে যেন ওদের মনোযোগে ব্যাঘাত না ঘটে। এটা আগামী পাঁচদিনের ব্যাপার, এই পাঁচদিনে শুধু বাংলাদেশ ক্রিকেটই ভাবতে হবে, বাইরের কোনো কিছু নয়।”

আরো পড়ুন:

ফর্মে থাকা এনামুলে আত্মবিশ্বাসী গাজী আশরাফ

টেস্টে ম্যাচ প্রতি ৮ লাখ টাকা, তবুও শান্তদের ফর্মে খরা!

প্রায় ২১ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার এড়াতে মাঠে নামবে বাংলাদেশ। ইতিবাচক মানসিকতায় ম‌্যাচটি খেলার কথা বললেন কোচ, ‘‘আমরা জানি, প্রথম ম্যাচে দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারিনি এবং নিজেদের সমস্যায় ফেলেছি। এখন আমাদের ভাবনা হলো, ইতিবাচক ব্র্যান্ডের টেস্ট ক্রিকেট খেলতে চাই। এমন না যে, সারা দিন ব্যাটিং করে ২০০ রান করব।”

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • বিকাশে লেনদেনের তথ্য-শেয়ার এখন আরো সহজ ও নিরাপদ
  • বিকাশ-এ লেনদেনের তথ্য-শেয়ার এখন আরও সহজ ও নিরাপদ
  • ১৫ দিন নিজের প্রস্রাব নিজে পান করেছি: পরেশ রাওয়াল
  • শিশু কবিরাজের ঝাড়ফুঁক পেতে মানুষের ভিড়, সামলাতে পরিবারে হিমশিম
  • ডিজিটাল বিজ্ঞাপনে স্ক্যাম!
  • ডিভাইসে আসক্তি কেন!
  • জয়পুরহাটে ইটভাটার ধোঁয়ায় ধানখেত নষ্টের অভিযোগ, ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ
  • কাজে আসছে না ১৬ কোটির বেনাপোল বাস টার্মিনাল
  • চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের
  • টিকটকে নতুন সুবিধা