দুই দিন ধরে অভিনেতা ফারুক আহমেদ তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখে যাচ্ছেন, সন্ধ্যা ৭টায় একটি অবাক করা ভিডিও ছাড়বেন। হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকের ফুলিকে ভিডিওতে দেখতে পারবেন। প্রথম দিন কথামতো সেই ফুলিকে লাইভে নিয়ে আসতে না পারলেও গতকাল শনিবার কথা রেখেছেন এই অভিনেতা। কথামতো সেই ফুলিকে নিয়ে ফেসবুক লাইভে এলেও আটকে রাখা যায় না ফুলি চরিত্রের অভিনেত্রী নাসরিন নাহারকে। ফেসবুক লাইভ বুঝতে পেরেই দ্রুত লুকিয়ে গেলেন ‘আজ রবিবার’ দিয়ে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী।

‘২৮ বছর পরে “আজ রবিবার” নাটকের সেই ফুলি এখন কেমন আছেন। ভিডিওতে দেখতে থাকুন’—কথাগুলো বলতে বলতেই ফেসবুক লাইভ করছিলেন নাটকের সেই মতি চরিত্রের অভিনেতা ফারুক আহমেদ। লাইভে তিনি স্ত্রীকে ডাকেন। এই অভিনেতার স্ত্রী নাসরিন নাহার কিছুটা দূর থেকে পাশে আসেন। তখনো তিনি বুঝতে পারেননি, তাঁকে ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।

ফারুক আহমেদ ও নাসরিন নাহার। ছবি: সংগৃহীত.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ র ক আহম দ

এছাড়াও পড়ুন:

স্ত্রীসহ ম্যাক্স গ্রুপ, সন্তানসহ তমা গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ, স্ত্রী মিসেস কানিজ ফাতেমা এবং তমা গ্রুপের চেয়ারম্যান মো. আতাউর রহমান ভূঁইয়া, কন্যা রাসনাত তারিন রহমান, ছেলে মুকিতুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, ম্যাক্স গ্রুপ ও তমা গ্রুপের পরিচালকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, বিভিন্ন যন্ত্রপাতি আমদানির নামে ভুয়া এলসি খুলে বিদেশে টাকা পাচার এবং এনআরবি গ্লোবাল ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। 

উল্লেখ্য, তাদের অনেকেরই বাংলাদেশ ছাড়াও অন্য দেশের নাগরিকত্ব থাকার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে গোলাম মোহাম্মদ বিদেশ গমনকালে এয়ারপোর্ট থেকে বিদেশি পাসপোর্টসহ গ্রেপ্তার হয়েছিলেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকা/মামুন/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ