ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান ইরানের
Published: 6th, April 2025 GMT
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনাকে ‘অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন। রবিবার ইরানি পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প গত মাসে তেহরানের প্রতি ওয়াশিংটনের সাথে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছিলেন। তবে কূটনীতি ব্যর্থ হলে ইরানে বোমা হামলার হুমকিও দিয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ইরানের সাথে ‘সরাসরি আলোচনা’ করতে পছন্দ করবেন।
ট্রাম্প বলেছেন, “আমি মনে করি এটি দ্রুত হয় এবং আপনি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যাওয়ার চেয়ে অন্য পক্ষটিকে সরাসরি অনেক ভালোভাবে বুঝতে পারবেন।”
তবে রবিবার আরাঘচি বলেছেন, “যে পক্ষ জাতিসংঘ সনদ লঙ্ঘন করে বলপ্রয়োগের হুমকি দেয় এবং তার বিভিন্ন কর্মকর্তাদের কাছ থেকে পরস্পরবিরোধী অবস্থান প্রকাশ পায়, তাদের সাথে সরাসরি আলোচনা অর্থহীন হবে।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে আরাঘচি বলেছেন, “আমরা কূটনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং পরোক্ষ আলোচনার পথ তৈরি করতে প্রস্তুত।”
তিনি বলেছেন, “ইরান সম্ভাব্য সব ঘটনার জন্য নিজেকে প্রস্তুত রাখে এবং কূটনীতি ও আলোচনার ক্ষেত্রে যেমন গুরুত্বারোপ করে, তেমনি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও নির্ণায়ক ভূমিকা পালন করবে এবং গুরুত্বারোপ করবে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাহমুদউল্লাহ-আরিফুলের ফিফটিতে আবাহনীকে মোহামেডানের চ্যালেঞ্জ
যেই জিতবে তার মাথায় বসবে চ্যাম্পিয়নের মুকুট। ঢাকা প্রিমিয়ায়র ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আবাহনী-মোহামেডানের অলিখিত ফাইনাল নিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়ালেও আদতে মাঠে এমন কিছুর লেশ মাত্র ছিল না। হাতে গোণা গুটিকয়েক দর্শকের মাঝে মোহামেডানের ব্যাটিংও ছিল ম্যাড়মেড়ে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৯ এপ্রিল) লড়াউয়ে নামে আবাহনী-মোহামেডান। মাহমুদউল্লাহ রিয়াদ-আরিফুল হকের ফিফটিতে ভর করে মোহামেডান চ্যালেঞ্জ ছুঁড়ে। টস হেরে ব্যাটিং করতে নেম ৭ উইকেটে ২৪০ রান করে সাদাকালো ক্লাবটি।
মাহমুদউল্লাহ-আরিফুল দুজনের ব্যাট থেকেই আসে সমান ৫০ রান। দুজনের ইনিংস ছিল ধীরগতির, মাহমুদউল্লার এই রান করতে লাগে ৬২ বল আর আরিফুলের ৫৭ বল। রনি তালুকদারের ব্যাটে শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ করতে পারেনি।
রনির ব্যাট থেকে আসে ৪৫ রান। মাঝে ৪২ রান করে ফরহাদ হোসেন। শেষ দিকে নাসুম আহমেদ ৪ ও মোস্তাফিজুর রহমান ৫ রানে অপরাজিত ছিলেন। ১৫ রান করেন আনিসুল ইসলাম।
আবাহনীর হয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী-মোসাদ্দেক হোসেন সৈকত সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।
ঢাকা/রিয়াদ/নাভিদ