ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান ইরানের
Published: 6th, April 2025 GMT
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনাকে ‘অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন। রবিবার ইরানি পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প গত মাসে তেহরানের প্রতি ওয়াশিংটনের সাথে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছিলেন। তবে কূটনীতি ব্যর্থ হলে ইরানে বোমা হামলার হুমকিও দিয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ইরানের সাথে ‘সরাসরি আলোচনা’ করতে পছন্দ করবেন।
ট্রাম্প বলেছেন, “আমি মনে করি এটি দ্রুত হয় এবং আপনি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যাওয়ার চেয়ে অন্য পক্ষটিকে সরাসরি অনেক ভালোভাবে বুঝতে পারবেন।”
তবে রবিবার আরাঘচি বলেছেন, “যে পক্ষ জাতিসংঘ সনদ লঙ্ঘন করে বলপ্রয়োগের হুমকি দেয় এবং তার বিভিন্ন কর্মকর্তাদের কাছ থেকে পরস্পরবিরোধী অবস্থান প্রকাশ পায়, তাদের সাথে সরাসরি আলোচনা অর্থহীন হবে।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে আরাঘচি বলেছেন, “আমরা কূটনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং পরোক্ষ আলোচনার পথ তৈরি করতে প্রস্তুত।”
তিনি বলেছেন, “ইরান সম্ভাব্য সব ঘটনার জন্য নিজেকে প্রস্তুত রাখে এবং কূটনীতি ও আলোচনার ক্ষেত্রে যেমন গুরুত্বারোপ করে, তেমনি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও নির্ণায়ক ভূমিকা পালন করবে এবং গুরুত্বারোপ করবে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ আইনজীবীর
প্রায় আট মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী সুজন মিয়া (৩২)। পরিকল্পনা ছিল, বড় ভাইয়ের বিয়ের পর তিনি ধুমধাম আয়োজন করে স্ত্রীকে ঘরে তুলবেন। তার আগেই দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ এই আইনজীবীর। গত রোববার জেলা শহরের পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সুজন পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। আদালত বর্জন করে সুজনের সহকর্মীরা এসব কর্মসূচি পালন করেন। এ ছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে আইনজীবী সমিতি।
জানা গেছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে আইনজীবী সুজন ও তাঁর কয়েক বন্ধু পৌর কার্যালয়ের পাশে চটপটির দোকানে ফুচকা খাচ্ছিলেন। এ সময় পাঁচ-ছয় কিশোর হঠাৎ সুজনের ওপর ছুরি নিয়ে হামলা করে। তাঁর বুকে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। সুজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুজনের বড় ভাই সুমন মিয়া বলেন, ‘গত বছরের আগস্টে তাঁর বিয়ে হয়। আমার বিয়ের পর অনুষ্ঠান করে সুজনের স্ত্রীকে ঘরে তোলার পরিকল্পনা ছিল। কিন্তু তা আর হলো না। এ ঘটনায় হত্যা মামলা করব।’
মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।