ব্রোঞ্জের পর থাই ওপেনে রুপা জিতলেন সামিউল
Published: 6th, April 2025 GMT
থাই ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক উন্নতির ছাপ রাখলেন বাংলাদেশের তরুণ সাঁতারু সামিউল ইসলাম। শনিবার ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জয়ের পর রোববার ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রুপা জিতেছেন তিনি।
৫০ মিটার ব্যাকস্ট্রোকে দ্বিতীয় হয়ে সামিউল সময় নিয়েছেন ২৭.১৭ সেকেন্ড, যা এই ইভেন্টে তার ক্যারিয়ার সেরা টাইমিং। এর আগে তার সেরা টাইমিং ছিল ২৭.
বর্তমানে থাইল্যান্ডে বিশ্ব সাঁতার ফেডারেশনের (ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস) বৃত্তি নিয়ে উন্নত প্রশিক্ষণ নিচ্ছেন সামিউল। সেই সঙ্গে নিয়মিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েও নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখছেন তিনি।
এই মাসেই সামিউল অংশ নেবেন মালয়েশিয়ান ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে। আগামী ২৪ থেকে ২৭ এপ্রিল কুয়ালালামপুরে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় মালয়েশিয়ার পাশাপাশি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া ও ঘানাসহ প্রায় ৩০টি দেশের সাঁতারুরা অংশ নেবেন। উল্লেখ্য, গত বছর এই প্রতিযোগিতায় রুপা জিতেছিলেন সামিউল।
উৎস: Samakal
কীওয়ার্ড: স ম উল
এছাড়াও পড়ুন:
এক তরুণী এই অভিনেতার বিয়ের খবর শুনে আত্মহত্যা করেন
ছবি: আইএমডিবি