স্প্যানিশ লা লিগার ম্যাচে শনিবার (৫ মার্চ) রাতে, টেবিলের তলানির দল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে গিয়েছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের বাকি আছে আর ৮ রাউন্ড। এই সময়ে এসে এভাবে ম্যাচ হারাটা মোটেই মেনে নেওয়ার মতো না। এই ম্যাচে পেনাল্টি মিস করে তুমুল আলোচনায় রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ শেষে জানা গেল এই ব্রাজিলিয়ান উইঙ্গার পেনল্টি নেওয়ার আগে বাজি ধরেছিলেন!

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি পেয়ে যায় রিয়াল। এই কিক নেওয়ার আগে তিনি ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলির সঙ্গে একটা বাজি ধরেন। পেনাল্টি থেকে গোল করতে পারলে, ভিনিকে ৫০ ইউরো দিতে হবে মামারদাশভিলির। তবে ব্রাজিলিয়ান উইঙ্গারের দুর্বল শটটি ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়ার জর্জিয়ান গোলরক্ষক। এবার জানা গেল, বাজিতে হেরে যাওয়া টাকা এখনো পরিশোধ করেননি ভিনিসিয়ুস!

আরো পড়ুন:

ভিনির পেনাল্টি মিসে রিয়ালের শিরোপা হাতছাড়া হওয়ার পথে

দারুণ জয়ে ব্যবধান বাড়ালো বার্সা

মামারদাশভিলি ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে দাবি করেন, “আমি ভিনিসিয়ুসের সাথে কথা বলেছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে কি ৫০ ইউরো বাজি রাখতে চায়, এবং সে বলেছিল ‘হ্যাঁ’। আমি ৫০ জিতেছিলাম!”

তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পর ভিনিসিয়ুসের দল রিয়ালও ভ্যালেন্সিয়ার বিপক্ষে হেরে বসে ১ গোলের ব্যবধানেই। শিরোপা নির্ধারণীতে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে। এই সকল সমীকরণ মেলানোর পর নিশ্চয়ই ভিনি আছেন অস্বস্তিতে। সব মিলিয়ে বাজিতে হেরে গিয়ে, টাকা পরিশোধের কথা বেমালুম ভুলে গিয়েছেন এই ব্রাজিলিয়ান।

মামারদাশভিলি আরও যোগ করেন, “ওর (ভিনি) আমাকে টাকা দিতে হবে, কিন্তু এখনও দেয়নি।”

মামারদাশভিলি গত গ্রীষ্মে ইউরো চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্সের করেন। সেই সুবাদে লিভারপুল তাকে দলে ভেড়ায়। তবে এই জর্জিয়ান গোলরক্ষক বর্তমানে ধারে ভ্যালেন্সিয়াতে খেলছেন।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চ‌ব্বিশ ঘণ্টার ম‌ধ্যে রইস হত্যাকারি‌দের গ্রেপ্তার দা‌বি

সংগঠ‌নের ঢাকা মহানগর দক্ষিণের সা‌বেক সভাপতি মোহাম্মদ রইস উদ্দিন হত‌্যার স‌ঙ্গে জ‌ড়িত‌দের চ‌ব্বিশ ঘন্টার ম‌ধ্যে গ্রেপ্তা‌রের দা‌বি জা‌নি‌য়ে‌ছে বাংলা‌দেশ ইসলামী ছাত্রসেনা।

সোমবার (২৮ এপ্রিল) বিকে‌লে জাতীয় প্রেসক্লাবের সাম‌নে অনু‌ষ্ঠিত বি‌ক্ষোভ এই কর্মসূচি থে‌কে সংগঠনের নেতাকর্মীরা এ দা‌বি ক‌রেন।

বক্তারা বলেন, আমা‌দের নেতা রইসের হত্যাকাণ্ড সম্পূর্ণ পরিকল্পিত। মব জাস্টিসের কারণে এমন পরিস্থি‌তির শিকার হ‌য়ে‌ছেন তি‌নি। এ হত্যাকাণ্ডের পেছনে এক‌টি উগ্রবা‌দি অপশক্তি কাজ করছে। পুলিশের অবহেলাও র‌য়ে‌ছে।

তারা বলেন, ২০১৩ সালের নুরুল ইসলাম ফারুকীর হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় উগ্র গোষ্টি আবারও মাথাছাড়া দিয়ে উঠ‌ছে। তা‌রাই  নৃশংসভা‌বে রইস‌কে খুন ক‌রে‌ছে। তা‌কে যেভাবে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হ‌য়ে‌ছে তা মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে। ২৬ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন অনুষ্ঠান সফ‌লে ব্যাপক তৎপরতার কার‌ণে উগ্রবা‌দি গোষ্ঠী তা‌কে টা‌র্গেট ক‌রে।

ছাত্রসেনা ঢাকা নগর নেতা মোহাম্মদ আবুল হাসানের সভাপতিত্বে বি‌ক্ষোভ সমা‌বে‌শে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, গোলাম মাহমুদ ভূইয়া মানিক, অ্যাডভোকেট ইকবাল হাসান, মুহাম্মদ আব্দুল হাকিম, ক্যানসার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার, অ্যাডভোকেট আবদুল হালিম, ইমাম হোসাইন রেজা, মাওলানা আলমগীর যুক্তিবাদী, কাজী মুহাম্মদ তৈয়ব আলী, কাজী জসিম উদ্দীন নুরী, রেহানে মুস্তফা, কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি, তোফায়েল হোসেন, আমান উল্লাহ আমান, অ্যাডভোকেট নিয়াজ মোহাম্মদ লিংকন, বুলবুল আহমদ মোমেনশাহী প্রমুখ।

সমা‌বেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে নেতাকর্মীরা বি‌ক্ষোভ মি‌ছিল বের ক‌রে। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের গি‌য়ে শেষ হয়।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ