আত্নসমর্পণকারী আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ
Published: 6th, April 2025 GMT
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রীক হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর কোতোয়ালি থানার মামলায় আওয়ামীপন্থি ৯ আইনজীবীর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। জামিন পাওয়া ৯ জনের মধ্যে ৮ জনই নারী আইনজীবী। এছাড়া আত্মসমর্পণ করা ৯৩ জনের মধ্যে বাকি ৮৪ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
বিস্তারিত আসছে.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। বার কাউন্সিলরের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ৬২৭ জন।
এ বিষয়ে রোববার সাংবাদিকদের বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) বলেন, আগামী ২৫ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষার আগে বার কাউন্সিলের ওয়েবসাইটে পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।’
প্রসঙ্গত, একজন আইনের শিক্ষার্থীকে আইনজীবী হতে হলে বার কাউন্সিলের তিন ধাপের পরীক্ষা অর্থাৎ এমসিকিউ, রিটেন ও ভাইভায় কৃতকার্য হতে হয়।