এবারই প্রথম পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ধারাভাষ্য প্যানেলে জায়গা পেলেন বাংলাদেশি কেউ। দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেট ও আন্তর্জাতিক নানা টুর্নামেন্টে ধারাভাষ্যে অভ্যস্ত আতহার আলী খান এবার মাইক্রোফোন হাতে শোনা যাবে পিএসএলের দশম আসরে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসএলের ধারাভাষ্য প্যানেলের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতহার আলী। তার সঙ্গে প্যানেলটি পরিণত হয়েছে এক তারকায় ভরপুর জমজমাট মঞ্চে।

ধারাভাষ্য প্যানেলে আরও রয়েছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক, মার্ক নিকোলাস, ডমিনিক কর্ক ও মার্ক বুচার। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন জেপি ডুমিনি ও অভিজ্ঞ ধারাভাষ্যকার মাইক হেইসম্যান। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং অস্ট্রেলিয়ার দুইবারের নারী বিশ্বকাপজয়ী লিসা স্তালেকারও আছেন তালিকায়।

এবারই প্রথমবারের মতো পিএসএলে পুরোপুরি উর্দু ধারাভাষ্য সম্প্রচার করা হবে। সেই বিশেষ প্যানেলে থাকছেন আলি ইউনুস, আকিল সামার, মারিনা ইকবাল, সালমান বাট এবং তারিক সাঈদ। মূল ধারাভাষ্যকাররাও কিছু ম্যাচে উর্দুতে অংশ নেবেন। উপস্থাপনায় থাকবেন এরিন হল্যান্ড ও জয়নাব আব্বাস।

পিএসএলের দশম আসরে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে। এবারের টুর্নামেন্ট শুরু হবে ১১ এপ্রিল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসএল প এসএল র

এছাড়াও পড়ুন:

পাকিস্তান বধের অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগাতে চান রানা

গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটে জায়গা করে নিয়েছেন ক্যারিয়ারের শুরুতেই। লাল-সবুজের জার্সিতে দারুণ খেলার পুরস্কার হিসেবে জায়গা করে নিয়েছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে।

পেশাওয়ার জালমির হয়ে এবারের আসরে মাতাবেন রানা। ২৬ এপ্রিল থেকে পিএসএলে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে উড়াল দেবেন চাপাই এক্সপ্রেস।

উচ্ছ্বসিত রানা পাকিস্তানে নিজের সেরাটা উজাড় করে দিতে চান। নিজের মাত্র তৃতীয় টেস্টেই রাওয়ালপিন্ডিতে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন পাঁচ উইকেট। পাকিস্তানকে ধবলধোলাই করা এই সিরিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান রানা।

আরো পড়ুন:

কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক গ্রেফতার

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি মোহসিন নকভি

“আমার জন্য পিএসএলের প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে হারানো টেস্ট সিরিজের অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগানোর চেষ্টার করবো।”

টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশ দলের জার্সিতে খেলেছেন রানা। তবে এখন পর্যন্ত ডাক পাননি টি-টোয়েন্টি দলে। বিপিএলে দুই দলের হয়ে দুই আসরে ১৭ ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১৪টি। সর্বসাকুল্যে ১৭ টি-টোয়েন্টি খেলা এই পেসার এবার খেলবেন বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে।

রানা জানান কোন ভুল করে থাকলে সেটা শেখার চেষ্টা করবেন। আর সেটা বাংলাদেশের হয়ে কাজে লাগাতে চান এই গতি তারকা, “কোনো ভুল করে থাকলে সেটা আমি শেখার চেষ্টা করবো এবং এই অভিজ্ঞতা বাংলাদেশে ফিরলে কাজে লাগাবো।”

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • শতবর্ষে প্রথমবার মা–বাবা হলো দুই কচ্ছপ
  • পিএসএলে যাচ্ছেন আতাহার
  • প্রথমবার হকির জাতীয় দলে আবেদ-ওবায়দুল
  • লাহোরকে চ্যাম্পিয়ন করানোর চ্যালেঞ্জ রিশাদের
  • লাহোরের হয়ে শিরোপা জয়ের লক্ষ্য রিশাদের
  • বরিশালের মতো লাহোরের হয়েও শিরোপা জেতার আশা রিশাদের
  • জিম্বাবুয়ে সিরিজে লিটনের জায়গায় অংকন
  • পিএসএলের কারণে বদলে যাচ্ছে লাহোরে স্কুলের সময়
  • পাকিস্তান বধের অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগাতে চান রানা