বল হাতে এক উইকেট পাওয়ার পর ব্যাট হাতে ৫৫ বলে অপরাজিত ৬৭ রান। মিরপুরে প্রিমিয়ার লিগের ম্যাচে আজ প্রাইম ব্যাংকের বিপক্ষে মোহামেডানের জয়ে মেহেদী হাসান মিরাজের অবদানই বেশি, হয়েছেন ম্যাচসেরাও। সংস্করণে ভিন্নতা থাকলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজের ফর্ম নিশ্চিতভাবে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে জাতীয় দলের এই ক্রিকেটারকে।

আজ ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মিরাজ, স্বাভাবিকভাবে সেখানেও ঘুরেফিরে এসেছে জিম্বাবুয়ে সিরিজের প্রসঙ্গই। অনেক বছর ধরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে কিছুটা হালকাভাবে নেওয়া হলেও বাস্তবে আফ্রিকার এই দলটার বিপক্ষে সতর্ক না থাকলে উল্টো বিপদে পড়ারই ভয় থাকে। কারণ, জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে বাংলাদেশের খুব আনন্দিত হওয়ার কিছু না থাকলেও তাদের বিপক্ষে যেকোনো হার সমালোচনার শূলে চড়ায় ক্রিকেটারদের।

আন্তর্জাতিক ম্যাচ সব সময়ই কঠিন। বড় দল, ছোট দল এ রকম নয়। এখানে পারফর্ম করলে আন্তর্জাতিকভাবেই সেটার স্বীকৃতি মিলবে।মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে তরুণদের সুযোগ দেওয়া নিয়ে জানতে চাইলে মিরাজ আজ মিরপুরে বলেছেন, ‘আন্তর্জাতিক ম্যাচ সব সময়ই কঠিন। বড় দল, ছোট দল এ রকম নয়। এখানে পারফর্ম করলে আন্তর্জাতিকভাবেই সেটার স্বীকৃতি মিলবে।’

মোহামেডানের হয়ে আজ ৫৫ বলে ৬৭ রান করেছেন মেহেদী হাসান মিরাজ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মিরাজের কাছে জিম্বাবুয়ে সিরিজও ‘কঠিন’ যে কারণে

বল হাতে এক উইকেট পাওয়ার পর ব্যাট হাতে ৫৫ বলে অপরাজিত ৬৭ রান। মিরপুরে প্রিমিয়ার লিগের ম্যাচে আজ প্রাইম ব্যাংকের বিপক্ষে মোহামেডানের জয়ে মেহেদী হাসান মিরাজের অবদানই বেশি, হয়েছেন ম্যাচসেরাও। সংস্করণে ভিন্নতা থাকলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজের ফর্ম নিশ্চিতভাবে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে জাতীয় দলের এই ক্রিকেটারকে।

আজ ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মিরাজ, স্বাভাবিকভাবে সেখানেও ঘুরেফিরে এসেছে জিম্বাবুয়ে সিরিজের প্রসঙ্গই। অনেক বছর ধরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে কিছুটা হালকাভাবে নেওয়া হলেও বাস্তবে আফ্রিকার এই দলটার বিপক্ষে সতর্ক না থাকলে উল্টো বিপদে পড়ারই ভয় থাকে। কারণ, জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে বাংলাদেশের খুব আনন্দিত হওয়ার কিছু না থাকলেও তাদের বিপক্ষে যেকোনো হার সমালোচনার শূলে চড়ায় ক্রিকেটারদের।

আন্তর্জাতিক ম্যাচ সব সময়ই কঠিন। বড় দল, ছোট দল এ রকম নয়। এখানে পারফর্ম করলে আন্তর্জাতিকভাবেই সেটার স্বীকৃতি মিলবে।মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে তরুণদের সুযোগ দেওয়া নিয়ে জানতে চাইলে মিরাজ আজ মিরপুরে বলেছেন, ‘আন্তর্জাতিক ম্যাচ সব সময়ই কঠিন। বড় দল, ছোট দল এ রকম নয়। এখানে পারফর্ম করলে আন্তর্জাতিকভাবেই সেটার স্বীকৃতি মিলবে।’

মোহামেডানের হয়ে আজ ৫৫ বলে ৬৭ রান করেছেন মেহেদী হাসান মিরাজ

সম্পর্কিত নিবন্ধ