দিনাজপুরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে এক তরুণের গ্রেপ্তার দাবি করে মহাসড়ক অবরোধ হয়েছে। আজ রোববার সকাল সাড়ে আটটা থেকে সদর উপজেলার মোহনপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় লোকজন। এতে সড়কের দুই পাশে আট শতাধিক যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বেলা তিনটা পর্যন্ত অবরোধ চলে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দিনাজপুর জেলা শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, হেফাজতে ইসলামের নেতা মতিউর রহমান কাসেমী, স্থানীয় ব্যক্তি খাদেমুল, আকবর রহমান, শিক্ষক ইমামুল হক প্রমুখ।

ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করা সদর উপজেলার ওই তরুণের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা। ওই তরুণ ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে চলে যাওয়ায় অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত আছেন।

সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। আজ রোববার দুপুর ১২টার দিকে দিনাজপুর সদর উপজেলার মোহনপুর এলাকায়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সড়ক অবর ধ

এছাড়াও পড়ুন:

ফের ক্যান্সারে আক্রান্ত আয়ুষ্মানের স্ত্রী তাহিরা

২০১৮ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। শরীরজুড়ে মারণাব্যধী রোগের ক্ষত দেখিয়ে ‘সাহসী’ তাহিরা জানিয়েছিলেন, তিনি এখন পুরোপুরি রোগমুক্ত।’ তবে বিশ্ব স্বাস্থ্য দিবসে আয়ুষ্মান পত্নী জানালেন, ৭ বছর পর আবারও তার শরীরে নতুন করে বাসা বেঁধেছে ক্যান্সার।

সোমবার সোশাল মিডিয়ায় সেই দুঃসংবাদ ভাগ করে নেন তাহিরা কাশ্যপ। স্ত্রীর জীবনযুদ্ধ দেখে আবেগপ্রবণ আয়ুষ্মান খুরানার মন্তব্য, ‘এবারও তোমার সঙ্গে, তোমার পাশে রয়েছি।’

সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস। আজ একটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বিগত সাত বছর ধরে নিয়মিত চিকিৎসার মধ্যে ছিলাম। তারপরও দ্বিতীয়বার ক্যান্সারে ফিরে এল। সকলের উচিত নিয়মিত ম্যামোগ্রাম করানো। আমি অন্তত তেমনটাই পরামর্শ দেব।’ 

এরপরই তাহিরা বলেন, ‘ব্যাঙ্গাত্মকভাবে বললে, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। চলুন আমরা জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেদের যত্ন নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই।’ 

সেই পোস্টে আয়ুষ্মানপত্নীর ইতিবাচক মনোভাবের প্রশংসা করে পাশে থাকার বার্তা দিলেন টুইঙ্কল খান্না, গুনিত মোঙ্গা, সোনালি বেন্দ্রে, মিনি মাথুর-সহ আরও অনেকে। 

কলেজে পড়াকালীনই তাঁদের প্রেম। ২০০৮ সালে বিয়ে করেন আয়ুষ্মান-তাহিরা। ২০১৮ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হন। কঠিন সময়ে স্ত্রীর পাশে ছিলেন আয়ুষ্মান। সময়ের সঙ্গে সঙ্গে দুজনের এই সম্পর্ক আরও পোক্ত হয়েছে। সূত্র:

সম্পর্কিত নিবন্ধ