দিনাজপুরে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, তরুণের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ
Published: 6th, April 2025 GMT
দিনাজপুরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে এক তরুণের গ্রেপ্তার দাবি করে মহাসড়ক অবরোধ হয়েছে। আজ রোববার সকাল সাড়ে আটটা থেকে সদর উপজেলার মোহনপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় লোকজন। এতে সড়কের দুই পাশে আট শতাধিক যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বেলা তিনটা পর্যন্ত অবরোধ চলে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দিনাজপুর জেলা শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, হেফাজতে ইসলামের নেতা মতিউর রহমান কাসেমী, স্থানীয় ব্যক্তি খাদেমুল, আকবর রহমান, শিক্ষক ইমামুল হক প্রমুখ।
ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করা সদর উপজেলার ওই তরুণের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা। ওই তরুণ ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে চলে যাওয়ায় অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত আছেন।
সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। আজ রোববার দুপুর ১২টার দিকে দিনাজপুর সদর উপজেলার মোহনপুর এলাকায়.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সড়ক অবর ধ
এছাড়াও পড়ুন:
ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট
আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (২৭ এপ্রিল) রাতে এই গেজেট সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে বিএনপির প্রয়াত নেতা ও অখণ্ড ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বাবার উত্তরসূরি হিসেবে ডিএনসিসির নাগরিক সুযোগ-সুবিধা দেওয়ার সুযোগ পেলেন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করা হয়। তবে অনিয়ম-দুর্নীতি এবং অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসি নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে ওই বছরেরই ৩ মার্চ নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।
আরো পড়ুন:
রাজনৈতিক সরকার অনির্বাচিত সরকারের চেয়ে শক্তিশালী: টুকু
প্রশাসনে আ.লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে: রিপন
মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটির মেয়র নূর তাপসসহ আটজনকে বিবাদী করা হয়।
পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে সেই মামলার রায় হয় গত ২৭ মার্চ। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনাল ওই নির্বাচনের ফলাফল বাতিল করেন; ইশরাককে মেয়র ঘোষণা করেন।
২৭ মার্চ রায় হলেও এ নিয়ে অধিকতর কোনো আইনি সংকট আছে কি না, তা পর্যালোচনা করতেই কেটে গেছে ঠিক এক মাস। কারণ, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশে কোনো জটিলতা আছে কি না, সে বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল ইসি।
এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপির নেতা শাহাদাত হোসেন আদালতের রায়ে মেয়র ঘোষিত হলে ইসি তার নামে গেজেট প্রকাশ করে। সে অনুযায়ী শপথ নিয়ে তিনি এখন দায়িত্ব পালন করছেন।
ঢাকা/হাসান/রাসেল