পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৯৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৯৩১ সালের ৬ এপ্রিল তিনি পৃথিবীর মুখ আলো করে পাবনায় জন্মগ্রহণ করেন। কিংবদন্তি এই অভিনেত্রীর জন্মবার্ষিকী নিয়ে পাবনায় নানা আয়োজন করা হয়।

বরিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় পাবনা শহরের হেমাসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে জন্মদিন উদযাপন করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদসহ পাবনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা.

রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলু রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদুল ইসলাম খোকন, ফজলুল হক সুমন প্রমূখ।

আরো পড়ুন:

বক্তারা বলেন, সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িটি দখলমুক্ত হয়ে প্রশাসনের আয়ত্তে নেওয়ার ১০ বছর পার হয়ে গেছে। অথচ এখনো বাড়িটি অনাদর অবহেলায় পড়ে আছে। তাই সুপ্রিম কোর্টের রায়ের আলোকে দ্রুত বাড়িটিতে সুচিত্রা স্মৃতি সংগ্রহশালা উন্নয়ন কাজ করার দাবি জানান তারা। 
 

ঢাকা/শাহীন/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প বন য়

এছাড়াও পড়ুন:

কুমিল্লার সাবেক সংসদ সদস্য আবু জাফরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

এ ছাড়া বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর জমি জব্দ ও ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত কুমারের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। তাঁর ব্যাংক হিসাবে জমা থাকা টাকার পরিমাণ ৫৪ লাখ ৫১ হাজার ৯৮৮।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।

সাবেক সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান।

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, সাবেক সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের বিরুদ্ধে ৩০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে, এই অবস্থায় তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন। শুনানি নিয়ে আদালত আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

দুদকের তথ্য বলছে, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর মাদারীপুরের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁর ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

সম্পর্কিত নিবন্ধ