মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় যুবদলের দুই নেতা মদ‍্যপ অবস্থায় থানায় গিয়ে এক আসামিকে ছাড়াতে যান। এ সময় তারা পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ ও গালিগালাজ করেন। পরে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। শনিবার রাতে সিংগাইর থানায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন সিংগাইর পৌর যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম ওরফে জীবন (৪৫) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মামলার এজাহারভুক্ত আসামি আরিফকে শনিবার গ্রেপ্তার করে সিংগাইর থানার পুলিশ। এদিন রাত ৯টার দিকে মদ্যপ অবস্থায় যুবদলের স্থানীয় দুই নেতা থানায় গিয়ে পুলিশ সদস্যদের আসামিকে ছাড়তে বলেন। এ সময় তারা পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ ও গালিগালাজ করেন। পরে পুলিশ মদ্যপ অবস্থায় তাদের আটক করে। এরপর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, মদ্যপ অবস্থায় ওই দুই ব্যক্তি থানায় আসেন। পরে তারা এজাহারভুক্ত এক আসামিকে ছাড়তে বলেন। এ সময় পুলিশ সদস্যদের গালিগালাজ করেন। এ ঘটনায় শনিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে  জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, বিষয়টি আমি শুনেছি। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে ওই দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সংগঠনবিরোধী এবং দেশের প্রচলিত আইনবিরোধী কোনো কর্মকাণ্ডে সংগঠনের কেউ জড়িত থাকলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য বদল ম ন কগঞ জ য বদল র

এছাড়াও পড়ুন:

নাসির বললেন—এগুলো হচ্ছে ভুয়া কথা, তারকা-মারকা বলে কিছু নেই

নাসির হোসেন প্রিমিয়ার লিগে খেলছেন, শুনে অনেকেরই হয়তো একটু খটকা লাগতে পারে। যাঁরা ক্রিকেটের তেমন খোঁজখবর রাখেন না—তাঁরা ভাবতেই পারেন, এত দিন পর কোত্থেকে এলেন নাসির!

‘উপহার’ পেয়ে তা গোপন করায় ২০২৩ সালের আগস্টে সব ধরনের ক্রিকেট থেকে দেড় বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন একসময় বাংলাদেশ দলে খেলা ক্রিকেটার নাসির। নিষেধাজ্ঞা কাটিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে খেলায় ফিরেছেন তিনি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্সের হয়ে ফেরার ম্যাচে ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন নাসির, পরে ব্যাটিংয়ে নেমে ১১ বলে করেছেন ৯ রান।

মাঠের ক্রিকেটের খবর তো জানা গেল, কিন্তু নাসির মানে তো আর এটুকু নয়। এই অলরাউন্ডার যখনই যেদিকে যান, সঙ্গী হয়ে যায় বিতর্ক। তা মাঠের বাইরের নাসির এখন কেমন আছেন? মিরপুরে ম্যাচ শেষে আজ সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘আমার একটা সন্তান আছে। পরিবার আছে। সুখে আছি। ভালো আছি।’

ব্যাটিং করছেন নাসির

সম্পর্কিত নিবন্ধ