স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে (রবি) অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খোলার প্রথমদিনে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।

শিক্ষার্থীরা জানান, ছুটির পর আজ ক্লাস শুরু হয়েছে। শিক্ষক, বন্ধু ও সহপাঠীদের অনেকদিন পর পেয়ে খুব আনন্দ অনুভব করছি। ছুটি শেষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণও নব উদ্যমে তাদের কাজ শুরু করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএম হাসান তালুকদার এদিন সকালে শুরুতেই শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তাদের দায়িত্ব অনুযায়ী কাজ করার আহ্বান জানান।

গত ২৩ মার্চ (রবিবার) থেকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় রবিবার (৬ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।

ঢাকা/হাবিবুর/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত

এছাড়াও পড়ুন:

নাসির বললেন—এগুলো হচ্ছে ভুয়া কথা, তারকা-মারকা বলে কিছু নেই

নাসির হোসেন প্রিমিয়ার লিগে খেলছেন, শুনে অনেকেরই হয়তো একটু খটকা লাগতে পারে। যাঁরা ক্রিকেটের তেমন খোঁজখবর রাখেন না—তাঁরা ভাবতেই পারেন, এত দিন পর কোত্থেকে এলেন নাসির!

‘উপহার’ পেয়ে তা গোপন করায় ২০২৩ সালের আগস্টে সব ধরনের ক্রিকেট থেকে দেড় বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন একসময় বাংলাদেশ দলে খেলা ক্রিকেটার নাসির। নিষেধাজ্ঞা কাটিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে খেলায় ফিরেছেন তিনি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্সের হয়ে ফেরার ম্যাচে ৩১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন নাসির, পরে ব্যাটিংয়ে নেমে ১১ বলে করেছেন ৯ রান।

মাঠের ক্রিকেটের খবর তো জানা গেল, কিন্তু নাসির মানে তো আর এটুকু নয়। এই অলরাউন্ডার যখনই যেদিকে যান, সঙ্গী হয়ে যায় বিতর্ক। তা মাঠের বাইরের নাসির এখন কেমন আছেন? মিরপুরে ম্যাচ শেষে আজ সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘আমার একটা সন্তান আছে। পরিবার আছে। সুখে আছি। ভালো আছি।’

ব্যাটিং করছেন নাসির

সম্পর্কিত নিবন্ধ