বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতীয় দুই টিভি তারকা মুগ্ধ ছাপকার ও রাভিস দেশাই। এক বিবৃতিতে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান তাঁরা। খবর বলিউড হাঙ্গামার
২০১৪ সালে জিটিভির সিরিয়াল ‘শতরঙ্গি শ্বশুরাল’-এর শুটিং সেটে তাঁদের পরিচয়। এরপর দ্রুতই দুজনের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাভিস লিখেছেন, ‘অনেক ভাবনাচিন্তা করার পর আমি আর মুগ্ধ স্বামী-স্ত্রী হিসেবে আমাদের পথচলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে আমাদের পথচলাটা দারুণ ছিল। দাম্পত্য জীবন শেষ হলেও বন্ধু হিসেবে আমাদের সম্পর্ক অটুট থাকবে।’
এই বিবৃতিতে তাঁর ব্যক্তিগত জীবনের প্রতি ভক্তদের শ্রদ্ধাশীল হওয়ারও আহ্বান জানিয়েছেন রাভিস।
টিভি সিরিজ ছাড়াও হিন্দি সিনেমা ‘হরর স্টোরি’, ‘কনট্রোল’, ‘বিজয় ৬৯’ ইত্যাদি সিনেমায় দেখা গেছে রাভিসকে।
অন্যদিকে মুগ্ধ ক্যারিয়ার শুরু করেন শিশুশিল্পী হিসেবে। ১৯৯৫ সালে হিন্দি সিনেমা ‘আজমাইশ’-এ দেখা গিয়েছিল তাঁকে। এরপর করেছেন ‘জিতা’, ‘রূপনগর কে ছিটি’ ইত্যাদি মারাঠি সিনেমা।
আরও পড়ুন‘সিনেমা নিয়ে এই উন্মাদনা থাকা জরুরি’০৫ এপ্রিল ২০২৫তবে সিনেমার চেয়ে টিভিতে কাজ করেই বেশি পরিচিতি পেয়েছেন মুগ্ধ। গত এক দশকে করেছেন ১০টির বেশি টিভি সিরিয়াল।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মা হতে যাচ্ছেন শিরিন
ভারতীয় অভিনেত্রী শিরিন মির্জা মা হতে যাচ্ছেন। বেবি বাম্পের ছবির সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে আনন্দের খবরটি জানান এই অভিনেত্রী।
স্বামী হাসান সারতাজের সঙ্গে বেবিবাম্প ফটোশুটের ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শিরিন। এর ক্যাপশনে লেখেন, “আল্লাহ আমাদের দোয়া শুনেছেন, সঠিক সময় সুসংবাদ দিয়েছেন। নতুন অতিথি আসছে, আমরা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের অপেক্ষায়; মা-বাবা হিসেবে আগামীর পথচলা শুরুর অপেক্ষায়। আমাদের জন্য প্রার্থনা করবেন।”
এরপর থেকে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি তার সহশিল্পীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন শিরিন। এ তালিকায় রয়েছেন— সুমিত শর্মা, অদিতি ভাটিয়া, আলী গনি প্রমুখ। ২০২১ সালে বিয়ে করেন এই দম্পতি।
আরো পড়ুন:
কাশ্মীরে হামলা: পাকিস্তানি অভিনেতার সিনেমা মুক্তিতে বাধা
বিতর্কিত ‘জাট’: সানির সাফল্য অব্যাহত
২০১০ সালে এমটিভির ‘গার্লস নাইট আউট’ প্রতিযোগিতা দিয়ে শিরিনের যাত্রা শুরু। এরপর ছোট পর্দায় বেশ কিছু কাজ করেন। এর মধ্যে আছে ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘২৪’, ‘ধাই কিলো প্রেম’ প্রভৃতি। তবে ‘ইয়ে হ্যায় মোহাব্বতে’ সিরিয়ালে ‘শিম্মি ভাল্লা’ চরিত্রে অভিনয় করে ছোট পর্দার দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান শিরিন।
‘ম্যায় নাহি আন্না’, ‘নট টুডে অ্যান্ড’, ‘লাভ ট্রেনিং’সহ বেশ কয়েকটি সিনেমাও করেছেন শিরিন। তবে তার অভিনীত কোনো সিনেমাই তেমন সাড়া ফেলতে পারেনি।
ঢাকা/শান্ত