Prothomalo:
2025-04-07@10:05:46 GMT

ভেঙে গেল ৯ বছরের সংসার

Published: 6th, April 2025 GMT

বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতীয় দুই টিভি তারকা মুগ্ধ ছাপকার ও রাভিস দেশাই। এক বিবৃতিতে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান তাঁরা। খবর বলিউড হাঙ্গামার

২০১৪ সালে জিটিভির সিরিয়াল ‘শতরঙ্গি শ্বশুরাল’-এর শুটিং সেটে তাঁদের পরিচয়। এরপর দ্রুতই দুজনের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাভিস লিখেছেন, ‘অনেক ভাবনাচিন্তা করার পর আমি আর মুগ্ধ স্বামী-স্ত্রী হিসেবে আমাদের পথচলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে আমাদের পথচলাটা দারুণ ছিল। দাম্পত্য জীবন শেষ হলেও বন্ধু হিসেবে আমাদের সম্পর্ক অটুট থাকবে।’

এই বিবৃতিতে তাঁর ব্যক্তিগত জীবনের প্রতি ভক্তদের শ্রদ্ধাশীল হওয়ারও আহ্বান জানিয়েছেন রাভিস।
টিভি সিরিজ ছাড়াও হিন্দি সিনেমা ‘হরর স্টোরি’, ‘কনট্রোল’, ‘বিজয় ৬৯’ ইত্যাদি সিনেমায় দেখা গেছে রাভিসকে।

অন্যদিকে মুগ্ধ ক্যারিয়ার শুরু করেন শিশুশিল্পী হিসেবে। ১৯৯৫ সালে হিন্দি সিনেমা ‘আজমাইশ’-এ দেখা গিয়েছিল তাঁকে। এরপর করেছেন ‘জিতা’, ‘রূপনগর কে ছিটি’ ইত্যাদি মারাঠি সিনেমা।

আরও পড়ুন‘সিনেমা নিয়ে এই উন্মাদনা থাকা জরুরি’০৫ এপ্রিল ২০২৫

তবে সিনেমার চেয়ে টিভিতে কাজ করেই বেশি পরিচিতি পেয়েছেন মুগ্ধ। গত এক দশকে করেছেন ১০টির বেশি টিভি সিরিয়াল।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

একই রশিতে ঝুলছিল মা ও ছেলের লাশ

ঝালকাঠির নলছিটিতে রেইনট্রি গাছের সঙ্গে একই রশিতে ঝুলে থাকা মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার মগড় ইউনিয়নের পূর্ব সুজাবাদ রায়াপুর এলাকার মাঝি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন- রুবি বেগম (৫৫) ও আসাদ মাঝি (৩৫)। তারা ওই এলাকার মুদিদোকানি হানিফ মাঝির স্ত্রী ও ছেলে।

হানিফ মাঝি অভিযোগ করে বলেন, ‘‘একই এলাকার সিরাজ হাওলাদারের মেয়ে গত রমজানে নিখোঁজ হয়। এরপর থেকেই দাবি করা হচ্ছিল, আসাদ তার মেয়েকে লুকিয়ে রেখেছে। এ ঘটনার জেরে সিরাজের ছেলে সাদ্দাম আসাদকে মারধর করে। এরপর বিভিন্নভাবে হুমকি ও চাপ দেওয়া হচ্ছিল। এ কারণে আমার স্ত্রী ও ছেলে আত্মহত্যা করেছে।’’

আরো পড়ুন:

পলিথিনে মোড়ানো খণ্ডিত মরদেহটি সবুজের

ছুরিকাঘাতে যুবক খুন, ইউপি সদস্যের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

নলছিটি  থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, মা-ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানয় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’’

ঢাকা/অলোক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • বিয়ে করেছেন মীরাক্কেলের জামিল
  • মোনালিসা: চুরি যাওয়া আর ফেরত পাওয়া
  • ভাঙ্গায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
  • আনন্দের শিক্ষা সফর
  • ১৪ মিনিটের ঝড়ে লন্ডভন্ড লিভারপুল, ২৬ ম্যাচ পর হারল প্রিমিয়ার লিগে
  • আক্কেলপুরে অটোরিকশার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ
  • এনরিকে ও ক্যাম্পোসের পিএসজির চারে চার
  • একই রশিতে ঝুলছিল মা ও ছেলের লাশ
  • সংগ্রাম ও সাফল্যের পথচলা