টাঙ্গাইলের সখীপুরে চালককে মারধর ও কুপিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে সখীপুর-ঢাকা সড়কের নলুয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ওই চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

ভুক্তভোগী চালকের নাম আবু হানিফ খান (৪৫)। তিনি সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খানপাড়া এলাকার বাসিন্দা শামসুল হক খানের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে উপজেলার নলুয়া বাজারে যাওয়ার কথা বলে তিনজন ছিনতাইকারী যাত্রী বেশে আবু হানিফের অটোরিকশায় ওঠে। নলুয়া বাজারের আগেই ওই চক্রের সদস্যরা একটি পিকআপ নিয়ে প্রস্তুত ছিলেন। পিকআপের কাছে গিয়ে পৌঁছালে অটোরিকশার যাত্রীদের একজন চাপাতি দিয়ে চালক হানিফের মাথায় কোপ দেন। অন্য দুজন লাঠি দিয়ে তাঁকে পিটিয়ে আহত করে পিকআপে তুলে এক কিলোমিটার দূরে দেওদীঘি বাজারের পাশে ফেলে দেন। এর মধ্যে ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আবু হানিফের মাথায় ধারলো অস্ত্রের কোপ ও সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।’

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। পুলিশ তদন্ত করছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

হজ ফ্লাইট শুরু, ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন

দেশের হজযাত্রীদের কমবেশি ৯৫ শতাংশই সৌদি আরবে যান ঢাকার হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে। এ বছর ৮৭ হাজার ১০০ হজযাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এবারও ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন হবে যাত্রীদের। পবিত্র হজ পালনের লক্ষ্যে গতকাল সোমবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হয়ে গেছে হজ ফ্লাইট। চলবে ৩১ মে পর্যন্ত।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়, রাজধানীর আশকোনার হজ ক্যাম্পেই ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে যাওয়া যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে। সৌদি আরব থেকে আসা ইমিগ্রেশনের ৭৫ সদস্যদের একটি দল শাহজালাল বিমানবন্দরে বসে সে দেশের ইমিগ্রেশন সম্পন্ন করবে। এতে হজযাত্রীদের ভোগান্তি কমবে। অবশ্য ফেরার সময় হজযাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবেই করতে হবে। আর সিলেট ও চট্টগ্রাম এয়ারপোর্ট দিয়ে গমনকারী যাত্রীদের সৌদি আরবের আগমনী ইমিগ্রেশন সৌদি আরবে অনুষ্ঠিত হবে।

পবিত্র হজ পালনের লক্ষ্যে গতকাল সোমবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হয়ে গেছে হজ ফ্লাইট। চলবে ৩১ মে পর্যন্ত।কাগজপত্র যাচাই করছেন ইমিগ্রেশন পুলিশের সদস্যরা। গত বছরের ছবি

সম্পর্কিত নিবন্ধ