টাঙ্গাইলের সখীপুরে চালককে মারধর ও কুপিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে সখীপুর-ঢাকা সড়কের নলুয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ওই চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

ভুক্তভোগী চালকের নাম আবু হানিফ খান (৪৫)। তিনি সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খানপাড়া এলাকার বাসিন্দা শামসুল হক খানের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল রাত ১১টার দিকে উপজেলার নলুয়া বাজারে যাওয়ার কথা বলে তিনজন ছিনতাইকারী যাত্রী বেশে আবু হানিফের অটোরিকশায় ওঠে। নলুয়া বাজারের আগেই ওই চক্রের সদস্যরা একটি পিকআপ নিয়ে প্রস্তুত ছিলেন। পিকআপের কাছে গিয়ে পৌঁছালে অটোরিকশার যাত্রীদের একজন চাপাতি দিয়ে চালক হানিফের মাথায় কোপ দেন। অন্য দুজন লাঠি দিয়ে তাঁকে পিটিয়ে আহত করে পিকআপে তুলে এক কিলোমিটার দূরে দেওদীঘি বাজারের পাশে ফেলে দেন। এর মধ্যে ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আবু হানিফের মাথায় ধারলো অস্ত্রের কোপ ও সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।’

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। পুলিশ তদন্ত করছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

১৩০ রান তাড়ায় তানজিদের দুর্দান্ত সেঞ্চুরি 

পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে ৩৪.৪ ওভারে ১২৯ রানে অলআউট করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ওই রান ১৮.৩ ওভারে তুলে ফেলেছে দলটি। এর মধ্যেই ঝড়ো এক দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন তানজিদ তামিম। লিজেন্ডস অব রূপগঞ্জও পেয়েছে ১০ উইকেটের জয়। 

ডিপিএলে সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। শেখ মেহেদীর বোলিং তোপে পড়ে তারা। মেহেদী ১০ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। তিনে নামা রুবেল মিয়া ৪১ রানের ইনিংস খেলেন। লোয়ারে শহিদুল ইসলাম ১৯ রান যোগ করেন। 

জবাব দিতে নেমে তানজিদ এক প্রান্ত দিয়ে ঝড় শুরু করেন। তিনি ৫৯ বল খেলে ১০৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১০টি চারের সঙ্গে সাতটি ছক্কার শট আসে। এছাড়া লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক ও ওপেনার সাইফ হাসান ৫৩ বলে ২৬ রানের হার না মানা ইনিংস খেলেন। 

ডিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ব্রেন্ডন টেইলরের। ২০১৩-১৪ মৌসুমে প্রাইম ব্যাংকের হয়ে কলাবাগানের বিপক্ষে ৪৬ বলে শতকের দেখা পান জিম্বাবুয়ের এই ব্যাটার। তানজিদ ওই রেকর্ড ভাঙার আশা দিলেও শেষ পর্যন্ত তা হয়নি। 

সম্পর্কিত নিবন্ধ