উখিয়ায় জমি নিয়ে বিরোধে চাচাতো ভাই–বোনদের মধ্যে সংঘর্ষ, নিহত ৩
Published: 6th, April 2025 GMT
কক্সবাজারের উখিয়া উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই–বোনদের মধ্যে হওয়া সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা পরস্পরের চাচাতো ভাই-বোন।
নিহত ব্যক্তিরা হলেন পশ্চিম কুতুপালং এলাকার বাসিন্দা ও কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আবদুল্লাহ আল মামুন (৪৫), তাঁর চাচাতো ভাই আবদুল মান্নান (৩৬) ও চাচাতো বোন শাহিনা বেগম (৩৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও নিহতদের আত্মীয় হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষ দা ও ছুরি ব্যবহার করে। দার কোপ ও ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মামুন, আবদুল মান্নান ও শাহিনা বেগম গুরুতর আহত হন। বেলা ১১টার দিকে তিনজনকে প্রথমে উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক তখন আবদুল মান্নান ও শাহিনা বেগমকে মৃত ঘোষণা করেন। পরবর্তী সময়ে আবদুল্লাহ আল মামুনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, সকাল ১০টার দিকে বিরোধপূর্ণ জমিতে সীমানাপ্রাচীর (দেয়াল) নির্মাণের কাজ শুরু করেন আবদুল্লাহ আল মামুন। এ সময় প্রতিপক্ষ চাচাতো ভাই-বোনেরা কাজে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষ তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষে জড়ায়। ছুরিকাঘাত ও ধারালো অস্ত্রের আঘাতে তিনজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হতাহতের ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা চলছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.