গত ১০ বছর ছিল ম্যানচেস্টার সিটির সোনালি সময়। এই সময়ে তারা ছয়টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১৬টি শিরোপা জিতেছে। এই সোনালি সময়ের অন্যতম রূপকার কেভিন ডি ব্রুইনা গত শুক্রবার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন। ৩৩ বছর বয়সী বেলজিয়ান তারকার নতুন ঠিকানা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সতীর্থ হওয়ার গুঞ্জন রয়েছে তাঁর।
বায়ার্ন মিউনিখের সোনালি প্রজন্মের তারকা থমাস মুলার ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন গতকাল। জার্মান তারকার নতুন গন্তব্য নিয়েও রয়েছে কৌতূহল। দু’জনই চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন বলে ট্রান্সফার ফি ছাড়াই তাদের দলে নেওয়া যাবে।
ডি ব্রুইনার সম্ভাব্য গন্তব্য হিসেবে বেশি শোনা যাচ্ছে সৌদি ক্লাব আল নাসরে এবং যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির নাম। তুরস্কের ক্লাব ফেনারবাখও তারকা এ মিডফিল্ডারকে দলে নিতে চাইছে। তুর্কি ক্লাবটির কোচ হোসে মরিনহো। পর্তুগিজ এ কোচের আগ্রহেই তারা ব্রুইনাকে মোটা বেতনে দলে চাইছে। জানা গেছে, সপ্তাহে তারা আড়াই লাখ পাউন্ড বেতন দিতে রাজি ডি ব্রুইনাকে। তবে বেলজিয়ান এ তারকার যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা বেশি।
কদিন আগেই থমাস মুলারের বায়ার্ন ছাড়ার খবর প্রকাশ্যে আসে।
গতকাল এক বিবৃতিতে বায়ার্নের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তিনি, ‘আজকের দিনটি আমার জন্য অন্য সব দিনের মতো নয়। বায়ার্ন মিউনিখের খেলোয়াড় হিসেবে আমার ২৫ বছরের পথচলা এই গ্রীষ্মে শেষ হতে চলেছে। এটা এক অবিশ্বাস্য যাত্রা ছিল, যা অনন্য সব অভিজ্ঞতা, দুর্দান্ত সব লড়াই এবং অবিস্মরণীয় সব জয়ে পরিপূর্ণ।’
তবে বিদায়ের ঘোষণা দিলেও সম্ভাব্য গন্তব্য নিয়ে নিশ্চুপ মুলার। বায়ার্ন কর্তৃপক্ষও এ ব্যাপারে কিছু বলছে না। তাঁর সম্ভাব্য গন্তব্য হিসেবে মেজর সকার লিগের ক্লাবের কথা শোনা যাচ্ছে। সে সঙ্গে সৌদি আরবেও যেতে পারেন তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ভ ন ড ব র ইন ব র ইন
এছাড়াও পড়ুন:
হজ ফ্লাইট শুরু, ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন
দেশের হজযাত্রীদের কমবেশি ৯৫ শতাংশই সৌদি আরবে যান ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে। এ বছর ৮৭ হাজার ১০০ হজযাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এবারও ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন হবে যাত্রীদের। পবিত্র হজ পালনের লক্ষ্যে গতকাল সোমবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হয়ে গেছে হজ ফ্লাইট। চলবে ৩১ মে পর্যন্ত।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়, রাজধানীর আশকোনার হজ ক্যাম্পেই ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে যাওয়া যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে। সৌদি আরব থেকে আসা ইমিগ্রেশনের ৭৫ সদস্যদের একটি দল শাহজালাল বিমানবন্দরে বসে সে দেশের ইমিগ্রেশন সম্পন্ন করবে। এতে হজযাত্রীদের ভোগান্তি কমবে। অবশ্য ফেরার সময় হজযাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবেই করতে হবে। আর সিলেট ও চট্টগ্রাম এয়ারপোর্ট দিয়ে গমনকারী যাত্রীদের সৌদি আরবের আগমনী ইমিগ্রেশন সৌদি আরবে অনুষ্ঠিত হবে।
পবিত্র হজ পালনের লক্ষ্যে গতকাল সোমবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হয়ে গেছে হজ ফ্লাইট। চলবে ৩১ মে পর্যন্ত।কাগজপত্র যাচাই করছেন ইমিগ্রেশন পুলিশের সদস্যরা। গত বছরের ছবি