ঢাকার দক্ষিণ কমলাপুরে আয়েশা খানম (৪২) নামের এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তাঁর দেবর মাসুদ হাওলাদার (৪৪) পলাতক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়েশার আরেক দেবর আবু জাফর বলেন, আজ সকালে ভাবি বাসা থেকে বের হয়ে পাশেই তাঁর শাশুড়ির বাসায় যাওয়ার জন্য বের হন। তখন মাসুদ আয়েশাকে পেটে ছুরিকাঘাতে আহত করে রাস্তায় ফেলে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় আয়েশাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে এবং পরে সেখান থেকে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আবু জাফরের স্ত্রী জেসমিন আক্তার বলেন, মাসুদ হাওলাদারের মানসিক সমস্যা রয়েছে। মাঝেমধ্যেই ভালো থাকে আবার মাঝেমধ্যেই সমস্যা দেখা দেয়। বেশ কিছুদিন আগে এলাকার একজনকে কুপিয়ে আহত করেছিলেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.

ফারুক বলেন, মৃতদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট মতিঝিল থানায় অবগত করা হয়েছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইউআইইউর ঘটনা তদন্তে ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সাম্প্রতিক ঘটনা তদন্তে তিন সদস্যের একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এ সিদ্ধান্ত নেয় বলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়।

ইউআইইউর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমানকে চেয়ারম্যান করে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের সহযোগী অধ্যাপক মফিজুল হক মাসুমকে সদস্যসচিব এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক সাদিদ মুনিরকে সদস্য করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক ঘটনা এবং অস্থিরতার একটি পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ অনুসন্ধানের জন্য কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সাত কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর মধ্যে সমস্ত প্রাসঙ্গিক প্রমাণ, অনুসন্ধান এবং বিবৃতি অন্তর্ভুক্ত রাখতে বলা হয়েছে।’

রোববার অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ওই দিন রাত ১০টার দিকে ইউআইইউর ভেরিফায়েড ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এক সংক্ষিপ্ত বার্তায় এ ঘোষণা দেন।

এর আগে শনিবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউআইইউর উপাচার্য অধ্যাপক আবুল কাশেম মিয়াসহ বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষক পদত্যাগ করেন। শনিবার রাতে পদত্যাগের আবেদন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান বরাবর চিঠি দেন উপাচার্য। শিক্ষকদের শনিবার ভোর পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা।

আরও পড়ুনইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা২৭ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ